ফয়সাল বিন বান্দর আল সৌদ |
---|
২০১৭ সালের এপ্রিলে প্রিন্স ফয়সাল বিন বান্দর |
|
|
দায়িত্বাধীন |
অধিকৃত কার্যালয় ২৯ জানুয়ারি ২০১৫ |
পূর্বসূরী | তুর্কি বিন আব্দুল্লাহ |
---|
|
কাজের মেয়াদ মে ১৯৯২ – ২৯ জানুয়ারি ২০১৫ |
উত্তরসূরী | ফয়সাল বিন মিশাল |
---|
|
|
জন্ম | ১৯৪৫ (বয়স ৭৯–৮০) সৌদি আরব |
---|
দাম্পত্য সঙ্গী | রাজকুমারী নওরা বিনতে মুহাম্মদ বিন সৌদ বিন আব্দুল রহমান |
---|
সন্তান | - প্রিন্স মোহাম্মদ
- প্রিন্স বান্দর
- রাজকুমারী সারা
- প্রিন্স মিশাইল
|
---|
বাসভবন | |
---|
|
ফয়সাল বিন বন্দর বিন আব্দুল আজিজ আল সৌদ ( আরবি: فيصل بن بندر بن عبد العزيز آل سعود ) (জন্ম ১৯৪৫ একজন সৌদি রাজকীয় যিনি ২০১৫ সাল থেকে রিয়াদের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রাথমিক জীবন এবং শিক্ষা
প্রিন্স ফয়সাল ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন।[১] তিনি যুবরাজ বন্দর বিন আব্দুল আজিজের বড় ছেলে। তার মা ওয়াসমিয়া বিনতে আব্দুল রহমান আল মুয়াম্মার।[২] প্রিন্স ফয়সাল ১৯৬৯ সালে কিং সৌদ ইউনিভার্সিটিতে ইতিহাসে স্নাতক ডিগ্রি লাভ করেন[১][৩]
কর্মজীবন
ফয়সাল বিন বান্দর একজন সাবেক সামরিক কর্মকর্তা।[৪] ১৯৭০ সালে, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা ও প্রশাসন বিভাগের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।[৩] তিনি ১৯৭৪ সালে যোগাযোগ মন্ত্রণালয়ের প্রশিক্ষণ বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন শুরু[৩] তারপর তিনি ১৯৭৮ সালে আসির প্রদেশের সহকারী ডেপুটি গভর্নর নিযুক্ত হন যা তিনি ১৯৮১ সাল পর্যন্ত অধিষ্ঠিত ছিলেন[৩] ১৯৮১ সালের মে মাসে তাকে একই প্রদেশের ডেপুটি গভর্নর হিসাবে নামকরণ করা হয়েছিল[৩][৪] তিনি মে ১৯৯২[৩][৫] থেকে ২৯ জানুয়ারী ২০১৫ পর্যন্ত আল-কাসিম প্রদেশের গভর্নর ছিলেন যখন তাকে রিয়াদ প্রদেশের গভর্নর হিসাবে নামকরণ করা হয়েছিল।[৬] তিনি রিয়াদ প্রদেশের গভর্নর হিসেবে তুর্কি বিন আবদুল্লাহর স্থলাভিষিক্ত হন।[৬] ফয়সাল বিন মিশাল আল সৌদ একই তারিখে আল কাসিম প্রদেশের গভর্নর হন।[৬]
২০ এপ্রিল ২০১৬ এ তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে রিয়াদে স্বাগত জানানো প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]
জোট
প্রিন্স ফয়সালকে বাদশাহ আবদুল্লাহর ঘনিষ্ঠ মনে করা হতো।[৭]
অন্যান্য পদ
ফয়সাল বিন বান্দর ২০০৭ সালে গঠিত হওয়ার পর থেকে আনুগত্য পরিষদের সদস্য[৮]
ব্যক্তিগত জীবন
ফয়সাল বিন বান্দর নওরা বিনতে মুহাম্মদ বিন সৌদ বিন আব্দুল রহমান[৯] এর সাথে বিবাহিত এবং তার চারটি সন্তান রয়েছে: মোহাম্মদ, বান্দর, সারা এবং মিশাইল।[২] তার ছেলে মোহাম্মদ একজন সামরিক কর্মকর্তা এবং রয়্যাল সৌদি এয়ার ফোর্সে (RSAF) জেট পাইলট।[১০] আরেক ছেলে, বান্দর, জুন ২০১৭ সালে জেনারেল ইন্টেলিজেন্সের সহকারী প্রধান নিযুক্ত হন[১১]
৮ এপ্রিল ২০২০ এ নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে ফয়সাল বিন বান্দর COVID-19 জটিলতায় নিবিড় পরিচর্যায় ছিলেন।[১২]
তথ্যসূত্র