প্রুথ নদীর অভিযান

রুশ–তুর্কি যুদ্ধ (১৭১০–১৭১৩)
মূল যুদ্ধ: উত্তরের মহাযুদ্ধ এবং রুশ–তুর্কি যুদ্ধসমূহ
প্রুথ অভিযানের মানচিত্র
তারিখ২০ নভেম্বর ১৭১০ – ২৪ জুন ১৭১৩
অবস্থান
ফলাফল

অটোমান বিজয়[]

বিবাদমান পক্ষ

উসমানীয় সাম্রাজ্য অটোমান সাম্রাজ্য

রুশ সাম্রাজ্য রাশিয়া
কসাক হেতমানাত
মোলদাভিয়া
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
উসমানীয় সাম্রাজ্য বলতাজি মেহমেত পাশা
ক্রিমিয়া দ্বিতীয় দৌলত গিরাই
রুশ সাম্রাজ্য পিটার দ্য গ্রেট
রুশ সাম্রাজ্য বোরিস শেরেমেতেভ
রুশ সাম্রাজ্য কার্ল এওয়াল্ড ভন রন
ইভান স্কোরোপাদস্কি
দিমিত্রি কান্তেমির
শক্তি
উসমানীয় সাম্রাজ্য ২,০০,০০০ সৈন্য[] রুশ সাম্রাজ্য ৩৮,০০০ সৈন্য[][]
মোলদাভিয়া: ৫,০০০ সৈন্য[]
হতাহত ও ক্ষয়ক্ষতি
অজ্ঞাত অজ্ঞাত

রুশ–তুর্কি যুদ্ধ (১৭১০–১৭১৩) বা প্রুথ নদীর অভিযান পোল্তাভার যুদ্ধে সুইডেনের পরাজয় এবং আহত সুইডিশ সম্রাট দ্বাদশ চার্লস ও তার সঙ্গীদের অটোমান সাম্রাজ্যে পলায়নের ফলে সংঘটিত হয়[]। রাশিয়া অটোমান সাম্রাজ্যের নিকট দ্বাদশ চার্লসকে বহিষ্কারের দাবি জানালে অটোমান সুলতান তৃতীয় আহমেদ সে দাবি প্রত্যাখ্যান করেন। এর ফলে ক্ষিপ্ত জার পিটার দ্য গ্রেট অটোমান সাম্রাজ্যকে আক্রমণ করলে ১৭১০ সালের ২০ নভেম্বর অটোমান সাম্রাজ্য রাশিয়ার বিরুদ্ধে যু্দ্ধ ঘোষণা করে[]। যুদ্ধের এক পর্যায়ে অপেক্ষাকৃত ক্ষুদ্র রুশ বাহিনী প্রুথ নদীর ধারে চতুর্গুণ শক্তিশালী অটোমান বাহিনীর দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে রাশিয়া পরাজয় স্বীকার করে অটোমানদের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়[]

যুদ্ধের ঘটনাবলি

স্তানিলেৎসির যুদ্ধ

ব্রাইলা অবরোধ

শান্তি চুক্তি

ফলাফল

আরো দেখুন

তথ্যসূত্র

  1. Donald Quataert, The Ottoman Empire, 1700-1922, (Cambridge University Press, 2005), 41.
  2. Treaty of Pruth, Alexander Mikaberidze, Conflict and Conquest in the Islamic World: A Historical Encyclopedia, Vol. 1, ed. Alexander Mikaberidze, (ABC-CLIO, 2011), 726.
  3. A Global Chronology of Conflict: From the Ancient World to the Modern Middle East, Vol. II, ed. Spencer C. Tucker, (ABC-CLIO, 2010), 712.
  4. Young W. International Politics and Warfare in the Age of Louis XIV and Peter the Great: A Guide to the Historical Literature. iUniverse. 2004. P. 459
  5. Stevens C. Russia's Wars of Emergence 1460-1730. Routledge. 2013. P. 267
  6. Walter Moss, A History of Russia: To 1917, (Anthem Press, 2005), 233.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!