প্রিয় বান্ধবী

প্রিয় বান্ধবী
পরিচালকহীরেন নাগ
কাহিনিকারপ্রবোধ কুমার সান্যাল
শ্রেষ্ঠাংশেউত্তম কুমার
সুচিত্রা সেন
তরুণ কুমার
ভানু বন্দ্যোপাধ্যায়
সুরকারনচিকেতা ঘোষ
মুক্তি৩ রা অক্টোবর ১৯৭৫
স্থিতিকাল১২০ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

প্রিয় বান্ধবী হল একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেন হীরেন নাগ[] এই চলচ্চিত্রটি ১৯৭৫ সালে এম এস প্রোডাকশান্স ব্যানারে মুক্তি পেয়েছিল এবং এই চলচ্চিত্রটি সংগীত পরিচালনা করেছিলেন নচিকেতা ঘোষ। এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার, সুচিত্রা সেন, তরুণ কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়[][]

কাহিনী

সারসংক্ষেপঃ- জহর ছিলেন ভবঘুরে। একদিন হঠাৎ দেখা হয় শ্রীমতির সাথে। স্বামী প্রকাশের বাড়ি থেকে পালিয়ে যায় শ্রীমতী। প্রকাশ ছিলেন একজন মাতাল, ঢিলেঢালা চরিত্র। সে তার স্ত্রীকে নির্যাতন করত। শ্রীমতী তার বাবার বাড়ি ফেরেনি কারণ; সে তার বাবাকে তার সমস্যা দেখাতে চায়নি। এরই মধ্যে জহরের সঙ্গে তার দেখা হয়। তারা ভালো বন্ধু হয়ে যায়। তারা কিছু দিন একসাথে কাটায় এবং অনেক হাস্যকর পরিস্থিতির মুখোমুখি হয়। প্রকাশ শ্রীমতীকে অপহরণের চেষ্টা করেও ব্যর্থ হন। শ্রীমতির বাবা খুব ধনী মানুষ ছিলেন। শ্রীমতির কথা শুনে তিনি অসুস্থ হয়ে পড়েন। বাবার মৃত্যুর পর শ্রীমতী বাড়ি ফিরে আসেন। এখন সে একজন ধনী ব্যক্তি। তিনি জহরের সাথে আবার দেখা করলেন এবং তাকে তার বাড়িতে নিয়ে গেলেন। কিন্তু জওহর এমন বিলাসবহুল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেননি। কাউকে কিছু না বলে বেরিয়ে এলেন। একদিন তাদের আবার দেখা হয়। এবার শ্রীমতী তার সঙ্গ নিলেন এবং এতিমদের জন্য তার সমস্ত সম্পদ রেখে গেলেন।

শ্রেষ্ঠাংশে

তথ্যসূত্র

  1. FilmiClub। "Priyo Bandhabi (1975)"FilmiClub (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১১-০২ 
  2. "Priya Bandhabi (1975) - Review, Star Cast, News, Photos"Cinestaan। সংগ্রহের তারিখ ২০২১-১১-০২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Priyo Bandhabi"Cinemaazi (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১১-০২ 
  4. "Priyo Bandhabi (1975) Uttam Kumar | Suchitra Sen Bengali Movies"IndiaTimes (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৬-০৬। ২০২১-১১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১১-০২ 
  5. "The eternal hero"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৭-১১। সংগ্রহের তারিখ ২০২১-১১-০২ 
  6. Nandi, Dhrubajyoti। "Suchitra Sen, an enigma till the end"@businessline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১১-০২ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!