প্রণিতা সুভাষ |
---|
সিসিএল ৩ এর চেন্নাই রাইনোস বনাম কর্ণাটক বুলডোজার্স ম্যাচে প্রণিতা |
জন্ম | প্রণিতা সুভাষ ১৭ অক্টোবর ১৯৯২[১]
|
---|
জাতীয়তা | ভারতীয় |
---|
পেশা | |
---|
কর্মজীবন | ২০১০–বর্তমান |
---|
দাম্পত্য সঙ্গী | নীতিন রাজু[২] |
---|
প্রণিতা সুভাষ (কন্নড়: ಪ್ರಣಿತಾ ಸುಭಾಷ್) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, মডেল। তিনি কন্নড়, তেলুগু এবং তামিল চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি চলচ্চিত্রে অভিনয়ে করার পূর্বে বেঙ্গালুরুতে মডেলিং এ সফল হোন। তিনি "পোরকি" চলচ্চিত্রের মাধ্যমে কন্নড় চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। একই বছর তিনি তেলুগু সিনেমা "এম পিল্লু এম পিলাডোতে" অভিনয় করেন। তিনি "উদ্দায়ন" (২০১১) চলচ্চিত্রের মাধ্যমে তামিল চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার উল্লেখযোগ্য ব্যবসায়িক সফল চলচ্চিত্র গুলো হলো "বাবা" (২০১০), "আত্তারেন্তিকী দারেদী" (২০১৩), "মাসসু এনগিরা মাসিলামানি" (২০১৫) এবং "এনাক্কু ভাইথা আদিমাইগাল"।
তিনি ২০১২ সালে ব্যবসাসফল চলচ্চিত্র "ভিমা থিরাদাল্লীতে" অভিনয় করেন। যার জন্য তিনি ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী কন্নড় এবং "সাইমা সেরা অভিনেত্রী কন্নড়"-এর জন্য মনোনয়ন পান।
প্রথম জীবন
তিনি এক কন্নড় পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা সুভাষ একজন চিকিৎসক এবং মা জয়শ্রী একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তারা বেঙ্গালুরুতে একটি হাসপাতাল চালান। তিনি তার পিতা-মাতার একমাত্র সন্তান।[৩]
কর্মজীবন
প্রণিথা কন্নড় চলচ্চিত্র "পোরকি" এর মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। "পোরকি" চলচ্চিত্রটি ব্যবসাসফল হিসেবে গণ্য হয় এবং তিনি অনেকগুলো কন্নড় চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ ছেড়ে দেন, তেলুগু চলচ্চিত্র "বাবা" তে যুক্ত হওয়ার পূর্বে। যেখানে তিনি সিদ্ধার্থ নারায়ণ এর বিপরীতে।[৪] তিনি তার চলচ্চিত্রের গ্রাম্য চেহারাকে ফুটিয়ে তোলার জন্য প্রশংসিত হতে থাকেন। এরপর তিনি আরুলনিথী এর বিপরীতে "উদ্দান" চলচ্চিত্রে অভিনয় এর মাধ্যমে তামিল চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।[৫]
এরপর তিনি কারথি এর বিপরীতে "সগুণী" চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হোন। "সগুণী" চলচ্চিত্রটি পুরো বিশ্বে রেকর্ড ১,১৫০ টি থিয়েটারে মুক্তি দেওয়া হয়।
এরপর তিনি দুনিয়া বিজয় এর বিপরীতে "জরাসন্ধ" এবং "বিমা থিরাডেল্লীতে" অভিনয় করেন। প্রনীথা এই ভিমাভভা চরিত্রের জন্য প্রশংসিত হোন এবং ফিল্মফেয়ার পুরস্কার এর জন্য মনোনয়ন পান।[৬]
এরপর তিনি তেলুগু ভাষার চলচ্চিত্র "আত্তারিন্টিকী দারেদীতে" অভিনয় করেন। যযা সেপ্টেম্বর ২০১৩ সালে মুক্তি পায় এবং তেলুগু চলচ্চিত্র ইতিহাসে সর্বোচ্চ আয়করা চলচ্চিত্র হিসেবে প্রতিষ্ঠা পায়, যার পরিমাণ ১০০ কোটি রুপি। এই চলচ্চিত্রটি অন্যন্য ভাষায়ও পুনঃনির্মাণ করা হয়েছে।
একই সময়ে তিনি উপেন্দ্র এর বিপরীতে "ব্রহ্মা" চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর তিনি সুরিয়া এর বিপরীতে "মাসসু এনগিরা মাসিলামানি" চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হোন।[৭] ২০১৪ সালের শেষের দিকে তিনি "ডায়নামাইট" চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হোন।[৮]
জুন ২০১৫ সালে তিনি মহেশ বাবু এর বিপরীতে "ব্রহ্মটসাভাম" চলচ্চিত্রে অভিনয় করেন।
তিনি সম্প্রতি আয়ুষ্মান খুরানার সাথে "শান কিত্থা" গানে কাজ করেছেন।[৯]
আরো কাজ
প্রচারমুখ
প্রণিতা বিভিন্ন ব্র্যান্ড এর প্রচার কাজ বা বিজ্ঞাপন এ অংশ নিয়েছেন যেমন: জয়ালুকাস, এসভিবি সিল্কস সেলিম, বোম্বে জুয়েলারি, উইলাইট একাডেমী অফ এডুকেশন, শ্রী লক্ষি জুয়েলারি, পোন্ডিছেরি এন্ড আরএস ব্রাদার্স। তিনি ২০১৩ সালে সেলিভ্রেটি ক্রিকেট লিগ এর কর্ণাটকা বুলডোজার এর প্রচার মুখ হয়েছেন।[১০] অক্টোবর ২০১৪ সালে তিনি অনু প্রভাকর এর সাথে বেঙ্গালুরু এর বিখ্যাত জুয়েলারি এক্সিভিশন "জুয়েলস অফ ইন্ডিয়া" এর প্রচারমুখ হয়েছেন।[১১]
একইই বছর প্রণিতা জুয়েলস এক্সোটিকা এর প্রচারমুখ হোন।
ব্যবসা
প্রণিতা বুটলেগার নামের রেস্টুরেন্ট এর মালিক। এটি বেঙ্গালুরুর লেভেল রোড এ অবস্থিত।[১২]
নরহিতৈষণা
প্রণিতা বিভিন্ন সসমাজসেবী কাজে জড়িত রয়েছেন। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এ স্যানিটেশন ব্যবস্থা উন্নত করার জন্য আর্থিক সাহায্য এবং পরামর্শ প্রদান করে থাকেন।[১৩] তিনি বিভিন্ন বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নতির জন্য স্থানীয় ভাষার শিক্ষক নিয়োগ করে দিয়েছেন।[১৪] তিনি অনীল শেট্টি এর অগ্রণী ভূমিকায় "সেভ গোভ. স্কুল" নামের ক্যাম্পেইন শুরু করেছেন। যাতে তিন লক্ষ এর বেশি মানুষ সহযোগিতা করেছেন।[১৫][১৬] তিনি একই কাজের জন্য $১০,০০০ ইউএস ডলার দান করেছেন।[১৭] এপ্রিল ২০১৯ সালে রাহুল দ্রাবিড় এর সাথে তাকেও কর্ণাটক এর নির্বাচন কমিশন এর প্রচারমুখ করা হয়, মানুষকে তার ভোট প্রদানে উৎসাহিত করতে।[১৮] ২০১৮ সালে প্রণিতা ইসরায়েল ভ্রমণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয় এর আমন্ত্রণে 'ডিসকভার ইসরায়েল প্রোগ্রাম' এ অংশ নিতে।[১৯]
রাম মন্দির
তিনি রাম মন্দির নির্মাণের জন্য ১ লক্ষ টাকা অনুদান দেন।[২০]
চলচ্চিত্র তালিকা
চাবি
|
এখনো মুক্তি পায়নি এমনিনি চলচ্চিত্র বুঝাতে
|
তথ্যসূত্র
বহিঃসংযোগ