পুরান মোগলটুলী উচ্চ বিদ্যালয় (পূর্বনাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়) বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান।
প্রতিষ্ঠা ও নামকরণ
২০০৬ খ্রিষ্টাব্দে ঢাকা সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা সিটি কর্পোরেশনের সহায়তায় প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এবং একই বছরের ২৫ মার্চ এর উদ্বোধন করেন।[১]
২০২০ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিদ্যালয়টির নাম পরিবর্তন করে "পুরান মোগলটুলী উচ্চ বিদ্যালয়" নামকরণ করে।[১][২] বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই নামকরণের বিরোধিতা জানায়।[১] দলটি এই নাম পরিবর্তনকে "প্রতিহিংসামূলক" হিসেবে আখ্যা দেয় এবং প্রতিবাদে বিদ্যালয়ের নতুন নামফলক কালি দিয়ে মুছে দেয়।[৩][৪]
শিক্ষার্থী
তথ্যসূত্র