পিরেয়াস ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন

পিরেয়াস ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন
এইচএফএফ
প্রতিষ্ঠিত১৯২৫; ৯৯ বছর আগে (1925)
সদর দপ্তরপিরেয়াস, গ্রিস
ফিফা অধিভুক্তিনেই
এইচএফএফ অধিভুক্তি১৯২৬
সভাপতিগ্রিস গেওর্গিওস আনাতোলাকিস
ওয়েবসাইটwww.epspeir.gr

পিরেয়াস ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন (ইংরেজি: Piraeus Football Clubs Association; এছাড়াও সংক্ষেপে পিএফসিএ নামে পরিচিত) হচ্ছে গ্রিসের পিরেয়াসের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।[] এই সংস্থাটি ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১ বছর পর ১৯২৬ সালে সংস্থাটি এইচএফএফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর গ্রিসের পিরেয়াসে অবস্থিত।

এই সংস্থাটি আঞ্চলিক কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।[] বর্তমানে অ্যাথেন্স ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন গেওর্গিওস আনাতোলাকিস

তথ্যসূত্র

  1. "অ্যাসোসিয়েশন"। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২১ 
  2. http://www.rsssf.com/tablesg/grkprehist.html

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!