পিয়েরো ইঙ্কাপিয়ে
|
|
পূর্ণ নাম |
পিয়েরো মার্তিন ইঙ্কাপিয়ে রেইনা |
---|
জন্ম |
(2002-01-09) ৯ জানুয়ারি ২০০২ (বয়স ২২) |
---|
জন্ম স্থান |
এসমেরালদাস, ইকুয়েডর |
---|
উচ্চতা |
১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি) |
---|
মাঠে অবস্থান |
রক্ষণভাগের খেলোয়াড় |
---|
|
বর্তমান দল |
বায়ার লেভারকুজেন |
---|
জার্সি নম্বর |
৩ |
---|
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:৩৮, ২০ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
পিয়েরো মার্তিন ইঙ্কাপিয়ে রেইনা (স্পেনীয়: Piero Hincapié, স্পেনীয় উচ্চারণ: [pjˈeɾo ˌinkapjˈe]; জন্ম: ৯ জানুয়ারি ২০০২; পিয়েরো ইঙ্কাপিয়ে নামে সুপরিচিত) হলেন একজন ইকুয়েডরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন এবং ইকুয়েডর জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৯ সালে, ইঙ্কাপিয়ে ইকুয়েডর অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ইকুয়েডরের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত ইকুয়েডরের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে ইকুয়েডরের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইকুয়েডরের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২১ ম্যাচে ১টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
পিয়েরো মার্তিন ইঙ্কাপিয়ে রেইনা ২০০২ সালের ৯ই জানুয়ারি তারিখে ইকুয়েডরের এসমেরালদাসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
ইঙ্কাপিয়ে কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১৪ই নভেম্বর তারিখে ঘোষিত ইকুয়েডরের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২][৩]
পরিসংখ্যান
আন্তর্জাতিক
- ২০ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল |
সাল |
ম্যাচ |
গোল
|
ইকুয়েডর |
২০২১ |
১২ |
১
|
২০২২ |
৯ |
০
|
সর্বমোট |
২১ |
১
|
তথ্যসূত্র
বহিঃসংযোগ