এশিয়ান গ্রীন-ভেনড হোয়াইট(বৈজ্ঞানিক নাম: Pieris melete) এক প্রজাতির মাঝারি আকারের প্রজাপতি, যাদের মুল শরীর আর ডানা সাদা বর্ণের এবং তার ওপর কালো ছোপযুক্ত। এরা ‘পিয়েরিডি’ পরিবারের সদস্য।[১]
আকার
প্রসারিত অবস্থায় এশিয়ান গ্রীন-ভেনড হোয়াইট এর ডানার আকার ৫০-৬০ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[১]
উপপ্রজাতি
ভারতে প্রাপ্ত এশিয়ান গ্রীন-ভেনড হোয়াইট এর উপপ্রজাতি হল-[২]
Pieris melete ajaka Moore, 1865 – Himalayan Green-veined White
Pieris melete melaina Röber, 1907 – Tibetan Green-veined White
বিস্তার
এই প্রজাতি ভারত এর জন্মু কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ, নেপাল, ভূটান এবং মায়ানমার এর বিভিন্ন অঞ্চলে দেখা যায়।[১]
চিত্রশালা
তথ্যসূত্র
↑ কখগIsaac, Kehimkar (২০১৬)। BHNS Field Guides Butterflies of India। Mumbai: Bombay Natural History Society। পৃষ্ঠা ১৯৫। আইএসবিএন9789384678012।