পার্থ ঘোষ (রাজনীতিবিদ)

পার্থ ঘোষ
Partha Ghosh
পলিটব্যুরো সদস্য, সিপিআই‌এম‌এল লিবারেশন
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৯৯৩
পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক, সিপিআইএম‌এল লিবারেশন
কাজের মেয়াদ
২০০৮ – ২০২১
পূর্বসূরীকার্তিক পাল
উত্তরসূরীঅভিজিৎ মজুমদার
ব্যক্তিগত বিবরণ
জন্ম২৩ শে সেপ্টেম্বর, ১৯৪৮
বেলঘরিয়া, ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
রাজনৈতিক দলসিপিআইএম‌এল লিবারেশন
দাম্পত্য সঙ্গীঅবিবাহিত
জীবিকারাজনীতিবিদ
ডাক্তার

পার্থ ঘোষ, একজন ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ ও‌ নকশালপন্থী নেতা। তিনি সিপিআইএম‌এল লিবারেশনের প্রাক্তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক ও পলিটব্যুরো সদস্য।[]

পার্থ ঘোষ ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ২০২১ সালে পার্থ ঘোষ কোভিডে গুরুতর অসুস্থ হলে, সিপিআই‌এম‌এল লিবারেশন দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক হিসেবে অভিজিৎ মজুমদার নিয়োজিত হন।[][]

পার্থ ঘোষ তার ছাত্রাবস্থায় নকশালপন্থী ছাত্র সংগঠন আবসার এবং আইপিএফ -র অন্যতম নেতৃত্ব ছিলেন।[][]

তথ্যসূত্র

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!