পারুল ঘোষ (১৯১৫ - ১৩ আগস্ট ১৯৭৭) একজন ভারতীয় সঙ্গীত[১]
কর্মজীবন
পারুল ঘোষ ১৯৩৫ - ১৯৫১ সাল পর্যন্ত হিন্দি এবং বাংলা সিনেমার গানের সঙ্গীতশিল্পী ছিলেন। [২] তার জন্ম বর্তমান বাংলাদেশের বরিশালে, ভাই অনিল বিশ্বাসের মাধ্যমে তিনি নেপথ্য সঙ্গীতশিল্পী হিসাবে পরিচিত হন।[৩] তার কণ্ঠ দেওয়া উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে জোয়ার ভাটা, মিলন, হামারি বাত এবং নমস্তে। শুরুর দিকে তিনে কলকাতার নিউ থিয়েটার্সের সঙ্গে যুক্ত ছিলেন।
ব্যক্তিজীবন ও মৃত্যু
পারুল ঘোষ বিশিষ্ট বংশীবাদক পান্নালাল ঘোষকে[৪] বিয়ে করেন ১৯২৪ সালে। তিনি মালাদ, মুম্বাই-এ ১৯৭৭ সালের ১৩ আগস্ট ইহলোক ত্যাগ করেন।[৫]
তথ্যসূত্র