পাবলো রোসারিও

পাবলো রোসারিও
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম পাবলো পাউলিনো রোসারিও
জন্ম (1997-01-07) ৭ জানুয়ারি ১৯৯৭ (বয়স ২৭)
জন্ম স্থান আমস্টারডাম, নেদারল্যান্ডস
উচ্চতা ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
পিএসভি
জার্সি নম্বর ১৮
যুব পর্যায়
২০০৬–২০১০ ডিডাব্লিউএস
২০১০–২০১৪ আয়াক্স
২০১৪–২০১৫ আলমেরে সিটি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৫–২০১৬ আলমেরে সিটি ৩৪ (৩)
২০১৬– জং পিএসভি ৪৩ (৭)
২০১৭– পিএসভি ২০ (০)
জাতীয় দল
২০১৩ নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৬ (০)
২০১৫– নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৯ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৯ জুলাই ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৩ মার্চ ২০১৬ তারিখ অনুযায়ী সঠিক।

পাবলো পাউলিনো রোসারিও (জন্ম: ৭ জানুয়ারি ১৯৯৭) হলেন একজন ওলন্দাজ ফুটবলার, যিনি ওলন্দাজ ক্লাব পিএসভি আইন্দোভেন এবং নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

ক্যারিয়ার পরিসংখ্যান

ক্লাব

২০ মার্চ ২০১৬ পর্যন্ত হালনাগাদকৃত।[]
ক্লাব লীগ কাপ মহাদেশীয় অন্যান্য মোট
মৌসুম ক্লাব লীগ উপ গোল উপ গোল উপ গোল উপ গোল উপ গোল
নেদারল্যান্ডস লীগ কেএনভিবি কাপ ইউরোপ অন্যান্য মোট
২০১৫–১৬ আলমেরে সিটি এরেস্তে ডিভিসি ১৭ ১৯
মোট নেদারল্যান্ডস ১৭ ১৯

এখানে উয়েফা চ্যাম্পিয়নস লীগ এবং উয়েফা ইউরোপা লীগের ম্যাচ অন্তর্ভুক্ত।
এখানে ইয়োহান ক্রুইফ শিল্ডের ম্যাচ অন্তর্ভুক্ত।

তথ্যসূত্র

  1. "Pablo Rosario Statistics"। Soccerway। ৩০ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৫ 

বহিঃসংযোগ

টেমপ্লেট:PSV Eindhoven squad

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!