পাঞ্জাব কিংস

পাঞ্জাব কিংস
ਪੰਜਾਬ ਕਿੰਗਜ਼
কর্মীবৃন্দ
অধিনায়কভারত জিতেশ শর্মা []
কোচঅস্ট্রেলিয়া ট্রেভর বেলিস
মালিক
দলের তথ্য
শহরমোহালি, পাঞ্জাব, ভারত
প্রতিষ্ঠা২০০৮; ১৬ বছর আগে (2008) (দল গঠন)
২০২১; ৩ বছর আগে (2021) (নাম পরিবর্তন) []
স্বাগতিক মাঠমহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, মুল্লানপুর []
ইতিহাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জয়0
চ্যাম্পিয়নস লিগ টোয়েন্টি২০ জয়0
দাপ্তরিক ওয়েবসাইটpunjabkingsipl.in

টি২০আই কিট

২০২৪-এ পাঞ্জাব কিংস

পাঞ্জাব কিংস (গুরুমুখী: ਪੰਜਾਬ ਕਿੰਗਜ਼) (পূর্বতন নাম: কিংস এলেভেন পাঞ্জাব) হল ভারতের মোহালি, পাঞ্জাব ভিত্তিক একটি ক্রিকেট প্রতিনিধিত্বকারী দল।এই দলটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাবের প্রতিনিধিত্ব করে।[] এটি যৌথভাবে মোহিত বর্মণ, প্রীতি জিন্টা, নেস ওয়াদিয়া এবং করন পাল নেতৃস্থানীয় মালিকানাধীন।[] দলটি তাদের ঘরোয়া মাঠ হিসেবে পাঞ্জাব ক্রিকেট আসোসিয়েশান স্টেডিয়াম, মোহালিতে খেলে থাকে। এছাড়াও ২০১০ সালের আইপিএল থেকে শুরু করে তারা ধর্মশালাইন্দোরে ঘরোয়া মাঠ হিসেবে কিছু ম্যাচ খেলেছে।[]

অধুনালুপ্ত চ্যাম্পিয়ন্স লিগ টুয়েন্টি২০ একবার পাঞ্জাব কিংস অংশগ্রহণ করেছিল,সেবার তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল।[] ২০২১ সালে দলের নাম কিংস ইলেভেন পাঞ্জাব থেকে পরিবর্তন করে পাঞ্জাব কিংস রাখা হয়।[] ২০২২ সালের আইপিএলের নিলামে পাঞ্জাব কিংস স্যাম কারেনকে ১৮.৫০ কোটি টাকায় কিনে তাদের সর্বোচ্চ প্রস্তাব মূল্যের রেকর্ড তৈরি করে।[]

ইতিহাস

২০০৮ সালে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কর্তৃক টুয়েন্টি২০ ফরমেটের খেলার উপর ভিত্তি করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নাম দিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগীতার আয়োজন করে। ভারতের আটটি বিভিন্ন শহরের প্রতিনিধিত্বমূলক দল নিয়ে ২০ ফেব্রুয়ারি তারিখে মুম্বাইয়ে নিলামের উপর ভিত্তি করে দল গঠন করা হয়। পাঞ্জাবের প্রতিনিধিত্বমূলক দলকে প্রীতি জিন্টা, করণ পাল (অপিজয় সুরেন্দ্র গ্রুপ) ও মোহিত বর্মণ (ডাবর) মিলে মোট $৭৬ মিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নেয়।

সাম্মানিক

বছর চূড়ান্ত অবস্থান মূল্যবান বিফল তারকা
২০০৮ সেমি ফাইনাল
২০০৯ ৫ম
২০১০ ৮ম
২০১১ ৫ম
২০১২ ৬ষ্ঠ
২০১৩ ৬ষ্ঠ
২০১৪ রানারআপ
২০১৫ ৮ম গ্লেন ম্যাক্সওয়েল, মানন ভোহরা
২০১৬ ৮ম ডেভিড মিলার, গ্লেন ম্যাক্সওয়েল, মানন ভোহরা
২০১৭ ৫ম ডেভিড মিলার, গ্লেন ম্যাক্সওয়েল, মানন ভোহরা
২০১৮ ৭ম করুণ নায়ার , অ্যারন ফিঞ্চ
২০১৯ ৬ষ্ঠ নিকোলাস পুরাণ , প্রব সিমরন সিং
২০২০ ৬ষ্ঠ শেলডন কট্রিল
২০২১ ৬ষ্ঠ
২০২২ ৬ষ্ঠ
২০২৩ ৮ম

বর্তমান স্কোয়াড

আন্তর্জাতিক ক্যাপের সঙ্গে খেলা খেলোয়াড়দের গাঢ় তালিকাভুক্ত করা হল।

ক্রমিক নাম দেশ জন্ম তারিখ ব্যাটিং এর ধরন বোলিং এর ধরন উল্লেখযোগ্য
ব্যাটসম্যান
উইকেট-রক্ষক
অল-রাউন্ডার
বোলার

সম্ভাব্য প্রথম একাদশ

ক্রম নাম ভূমিকা ইমপ্যাক্ট খেলোয়াড় অনুপস্থিতিতে
প্রভসিমরন সিং ওপেনিং বাটসমেন
শিখর ধাওয়ান ওপেনিং বাটসমেন
রাইলি রুশো বাটসমেন
জিতেশ শর্মা বাটসমেন - উইকেট কিপার
লিয়াম লিভিংস্টোন অল রাউন্ডার জনি বেয়ারস্টো
স্যাম কারেন অল রাউন্ডার ক্রিস উকস
হর্ষল প্যাটেল পেসার
কাগিসো রাবাদা পেসার
আর্শদীপ সিং পেসার
১০ রাহুল চাহার স্পিনার
১১ হারপ্রীত ব্রার স্পিনার

২০২০

অব দল খেলা হা ফহ পয়েন্ট নে.রা.রে. অগ্রসর
মুম্বই ইন্ডিয়ান্স ১৪ ১৮ +১.১০৭ বাছাই ১-এ অগ্রসর
দিল্লি ক্যাপিটালস ১৪ ১৬ −০.১০৯
সানরাইজার্স হায়দ্রাবাদ ১৪ ১৪ +০.৬০৮ এলিমিনেটর-পর্বে অগ্রসর
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৪ ১৪ −০.১৭২
কলকাতা নাইট রাইডার্স ১৪ ১৪ −০.২১৪ বাতিল
কিংস এলেভেন পাঞ্জাব ১৪ ১২ −০.১৬২
চেন্নাই সুপার কিংস ১৪ ১২ −০.৪৫৫
রাজস্থান রয়্যালস ১৪ ১২ −০.৫৬৯
উৎস: আইপিএল২০
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়; ৩) নেট রান রেট;

২০২০ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এ দলের সদস্যের প্রদর্শন

বিশেষ অবদানগুলি হাইলাইট করা হলো

ঘরের মাঠে ম্যাচ

খেলোয়াড় মূল্য(রুপি) ক্রম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দুবাই মুম্বই ইন্ডিয়ান্স আবুধাবি চেন্নাই সুপার কিংস দুবাই কলকাতা নাইট রাইডার্স আবুধাবি
লোকেশ রাহুল(উই) ১১ কোটি ১৩২(৬৯) ১৭(১৯)-রাহুল ৬৩(৫২)-শার্দুল ৭৪(৫৮)-কৃষ্ণা
মায়াঙ্ক আগারওয়াল ১ কোটি ২৬(২০)-চাহাল ২৫(১৮)-বুমরাহ ২৬(১৯)-পীযূষ ৫৬(৩৯)-কৃষ্ণা
নিকোলাস পুরাণ ৪.২ কোটি ৩,৪ ১৭(১৮)-দুবে ৪৪(২৭)-প্যাটিনসন ৩৩(১৭)-শার্দুল ১৬(১০)-নারিন
প্রভসিমরান সিং ০.৫৫ কোটি - - - ৪(৭)-কৃষ্ণা
করুণ নায়ার ৫.৬ কোটি ৩,৫ ১৫(৮) ০(৩)-করুনাল - -
মনদীপ সিং ১.৪ কোটি ৩,৬ - - ২৭(১৬)-জাদেজা ০(১)-নারিন
গ্লেন ম্যাক্সওয়েল ১০.৭৫ কোটি ৪,৫ ৫(৬)-দুবে ও ৫-দুবে ১১(১৮)-রাহুল ১১(৭) ১০(৫)
জেমস নিশাম ০.৫ কোটি ৬.৫ ৭(৭)-বুমরাহ ও ১৩ - -
সরফরাজ খান (ক্রিকেটার) ০.২৫ কোটি ৬,৭ - ৭(৮)-প্যাটিনসন ১৪(৯) -
ক্রিস জর্দান ৩ কোটি - - ১৪ ০(০) ও ৯.২৫
কৃষ্ণাপ্পা গৌতম ৬.২ কোটি - ২২(১৩) ও ১১.২৫-ঈশান -
রবি বিষ্ণই ২ কোটি ৮-ফিঞ্চ,ওয়াসিংটন,উমেশ ১(৫)-বোল্ট ও ৯.২৫ ৮.২৫ ৬.২৫-মরগ্যান
মোহাম্মদ শমী ৪.৮ কোটি ১০ ৪.৬৭-জোসুয়া ২(২) ও ৯-রোহিত ৯.৫৫ ৭.৫-ত্রিপাঠি
অর্শদীপ সিং ০.২ কোটি - - - ৬.২৫-রাসেল
মুজিব উর রহমান ৪ কোটি ১১
শেলডন কট্রিল ৮.৫ কোটি ৫.৬৭-দেবদূত,কোহলি ৫-দে কক ১০ -
মুরুগণ অশ্বিন ০.২ কোটি ৭-ডে ভিলিয়ার্স,সাইনি ,চাহাল - - -
হরপ্রীত ব্রার ০.২ কোটি - - ১০.২৫ -

বিরোধী মাটিতে ম্যাচ

খেলোয়াড় মূল্য(রুপি) ক্রম দিল্লি ক্যাপিটালস দুবাই রাজস্থান রয়্যালস শারজা সানরাইজার্স হায়দ্রাবাদ দুবাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শারজা
লোকেশ রাহুল ১১ কোটি ২১(১৯)-মোহিত ৫৯(৫৪)-রাজপূত ১১(১৬)-অভিষেক
মায়াঙ্ক আগারওয়াল ১ কোটি ৮৯(৬০)-স্ট্যানিস ১০৬(৫০)-টম ৯(৬)
প্রভসিমরান সিং ০.৫৫ কোটি - - ১১(৮)-খলিল
করুণ নায়ার ৫.৬ কোটি ১(৩)-অশ্বিন - -
নিকোলাস পুরাণ ৪.২ কোটি ০(৩)-অশ্বিন ২৫(৮) ৭৭(৩৭)-রাশিদ
গ্লেন ম্যাক্সওয়েল ১০.৭৫ কোটি ৩,৫ ১(৪)-রাবাডা ১৩(৯) ও ৯.৬৭ ৭(১২) ও ১৩
মনদীপ সিং ১.৪ কোটি - - ৬(৬)-রাশিদ
সরফরাজ খান (ক্রিকেটার) ০.২৫ কোটি ১২(১২)-অক্ষর - -
কৃষ্ণাপ্পা গৌতম ৬.২ কোটি ২০(১৪)-রাবাডা ও ৯.৭৫ - -
মুজিব উর রহমান ৪ কোটি - - ১(৩)-খলীল ও ৯.৭৫
ক্রিস জর্দান ৩ কোটি ৫(৬)-স্টোনিস ও ১৪ - -
রবি বিষ্ণই ২ কোটি ৫-পন্থ ৮.৫ ৬(৭) ও ৯.৬৭-ওয়ার্নার,বাইরস্তও,সামাদ
মোহাম্মদ শমী ৪.৮ কোটি ০(০) ও ৩.৭৫-পৃথিবী , হেটমায়ের, আইয়ের ১৩.২৫-স্যামসন,রাহুল,উথাপ্পা ০(১)-রাশিদ ও ১০-অভিষেক
শেলডন কট্রিল ৮.৫ কোটি ১০ ৬-অক্ষর , অশ্বিন ১৭.৩৩-বাটলার ০(২)-নটরাজন ও ১১
অর্শদীপ সিং ০.২ কোটি ১১ - - ০(৩)-নটরাজন ও ৮.২৫-পাণ্ডে,প্রিয়াম
জেমস নিশাম ০.৫ কোটি - ১০-স্মিথ
মুরুগণ অশ্বিন ০.২ কোটি - ১০.৬৭-রায়ান
ক্রিস গেইল ২ কোটি

২০২১ আইপিএল

পয়েন্ট তালিকা

অব দল খেলা হা ফহ পয়েন্ট নে.রা.রে. যোগ্যতা অর্জন
দিল্লি ক্যাপিটালস (৩য়) ১৪ ১০ ২০ +০.৪৮১ বাছাই ১-এ অগ্রসর।
চেন্নাই সুপার কিংস (চ্যা) ১৪ ১৮ +০.৪৫৫
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৪র্থ) ১৪ ১৮ −০.১৪০ এলিমিনেটর-পর্বে অগ্রসর।
কলকাতা নাইট রাইডার্স (রা) ১৪ ১৪ +০.৫৮৭
মুম্বই ইন্ডিয়ান্স ১৪ ১৪ +০.১১৬ বাতিল
পাঞ্জাব কিংস ১৪ ১২ −০.০০১
রাজস্থান রয়্যালস ১৪ ১০ −০.৯৯৩
সানরাইজার্স হায়দ্রাবাদ ১৪ ১১ −০.৫৪৫


২০২২ আইপিএল

পয়েন্ট তালিকা

অব গ্রুপ দল খেলা হা ফহ পয়েন্ট নে.রা.রে. যোগ্যতা অর্জন
বি গুজরাত টাইটান্স (চ্যা) ১৪ ১০ ২০ +০.৩১৬ বাছাই ১-এ অগ্রসর।
রাজস্থান রয়্যালস (রা) ১৪ ১৮ +০.২৯৮
লখনউ সুপার জায়ান্টস (৪র্থ) ১৪ ১৮ +০.২৫১ এলিমিনেটর-পর্বে অগ্রসর।
বি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৩য়) ১৪ ১৬ −০.২৫৩
দিল্লি ক্যাপিটালস ১৪ ১৪ +০.২০৪
বি পাঞ্জাব কিংস ১৪ ১৪ +০.১২৬
কলকাতা নাইট রাইডার্স ১৪ ১২ +০.১৪৬
বি সানরাইজার্স হায়দ্রাবাদ ১৪ ১২ −০.৩৭৯
বি চেন্নাই সুপার কিংস ১৪ ১০ −০.২০৩
১০ মুম্বই ইন্ডিয়ান্স ১৪ ১০ −০.৫০৬
উৎস: IPLT20.com

তথ্যসূত্র

  1. "পাঞ্জাব কিংসের অধিনায়কদের তালিকা" (ইংরেজি ভাষায়)। ১৮ জুলাই ২০২৪। ২৫ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. চিকারা, মুডিত (২৯ ফেব্রুয়ারী ২০২৪)। "জেনে নিন পাঞ্জাব কিংসের মালিকদের তথ্য"জাগরণ জোশ (ইংরেজি ভাষায়)। ২৪ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৪ 
  3. "কিংস ইলেভেন পাঞ্জাব এখন পাঞ্জাব কিংস"পাঞ্জাব কিংস (ইংরেজি ভাষায়)। ১৭ ফেব্রুয়ারি ২০২১। ১ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৪ 
  4. চাপেকার, বেদান্ত (২৮ মার্চ ২০২৪)। "পাঞ্জাব কিংসের সময়সূচি (ঘরোয়া ম্যাচ ও বাইরের ম্যাচ)"ক্রিকটুডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৪ 
  5. "চ্যাম্পিয়ন লিগ টি–২০: পাঞ্জাব বনাম চেন্নাই সেমিফাইনালের ফলাফল"ই.এস.পি.এন. ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। ২ অক্টোবর ২০১৪। ১৯ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৪ 
  6. "সাড়ে ১৮ কোটি টাকার স্যাম কারেন পাঞ্জাবের সবথেকে দামি খেলোয়াড়"ইকোনমিক টাইমস (ইংরেজি ভাষায়)। ২৩ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৪ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!