অধুনালুপ্ত চ্যাম্পিয়ন্স লিগ টুয়েন্টি২০ একবার পাঞ্জাব কিংস অংশগ্রহণ করেছিল,সেবার তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল।[৫] ২০২১ সালে দলের নাম কিংস ইলেভেন পাঞ্জাব থেকে পরিবর্তন করে পাঞ্জাব কিংস রাখা হয়।[৩] ২০২২ সালের আইপিএলের নিলামে পাঞ্জাব কিংস স্যাম কারেনকে₹১৮.৫০ কোটি টাকায় কিনে তাদের সর্বোচ্চ প্রস্তাব মূল্যের রেকর্ড তৈরি করে।[৬]
ইতিহাস
২০০৮ সালে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কর্তৃক টুয়েন্টি২০ ফরমেটের খেলার উপর ভিত্তি করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নাম দিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগীতার আয়োজন করে। ভারতের আটটি বিভিন্ন শহরের প্রতিনিধিত্বমূলক দল নিয়ে ২০ ফেব্রুয়ারি তারিখে মুম্বাইয়ে নিলামের উপর ভিত্তি করে দল গঠন করা হয়। পাঞ্জাবের প্রতিনিধিত্বমূলক দলকে প্রীতি জিন্টা, করণ পাল (অপিজয় সুরেন্দ্র গ্রুপ) ও মোহিত বর্মণ (ডাবর) মিলে মোট $৭৬ মিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নেয়।
↑ কখচিকারা, মুডিত (২৯ ফেব্রুয়ারী ২০২৪)। "জেনে নিন পাঞ্জাব কিংসের মালিকদের তথ্য"। জাগরণ জোশ (ইংরেজি ভাষায়)। ২৪ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৪।