১৯৫৬ সালের রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী বিহারেরপূর্ণিয়া জেলারমহানন্দা নদীর পূর্বাংশ এবং দক্ষিণের মানভূম জেলার পুরুলিয়া মহকুমা (চার থানা বাদে) পশ্চিমবঙ্গে হস্তান্তরিত হয়।[৪] এর ফলে ১৯৫৭ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে বিধানসভা কেন্দ্রের সংখ্যা ১৮৭ (২৩৮টি আসন) থেকে বৃদ্ধি পেয়ে ১৯৫ (২৫২টি আসন) হয়।
পাদটীকা
↑Contested as independents. Rao (2003) estimates that they had 19 candidates, out of whom 4 were elected.
↑M.V.S. Koteswara Rao. Communist Parties and United Front - Experience in Kerala and West Bengal. Hyderabad: Prajasakti Book House, 2003. p. 213.