পল মাউজার

পিটার পল ভন মাউজার
পল মাউজার
জন্ম(১৮৩৮-০৬-২৭)২৭ জুন ১৮৩৮
ওবার্নডর্ফ অ্যাম নেকার, ওয়ার্টেমবার্গ
মৃত্যু২৯ মে ১৯১৪(1914-05-29) (বয়স ৭৫)
ওবার্নডর্ফ অ্যাম নেকার, জার্মান এম্পায়ার
জাতীয়তাজার্মান এম্পায়ার
পেশাপ্রকৌশলী, অস্ত্রের নকশাকার
পরিচিতির কারণমাউজার (নিজের প্রতিষ্ঠিত অস্ত্র তৈরির কারখানা)
উল্লেখযোগ্য কর্ম
Gewehr ৯৮ রাইফেল
৭.৬৫×৫৩মিমি মাউজাড৭×৫৭মিমি মাউজার রাইফেল কার্তুজ
আত্মীয়উইলহেম মাউজার (ভাই)

পিটার পল মাউজার, ১৯১২ এর পরে ভন মাউজার (জুন ২৭, ১৮৩৮ - মে ২৯, ১৯১৪) ছিলেন একজন জার্মান অস্ত্র নকশাকার ও প্রস্তুতকারক। তিনি জার্মানের বিখ্যাত অস্ত্র তৈরির কারখানা মাউজারের প্রতিষ্ঠাতা।[]

জীবনী

পল মাউজার ২৭শে জুন ১৮৩৮ সালে ওয়ার্টেমবার্গে জন্মগ্রহণ করেন। তার বাবা ও চার ভাই সবাই ছিলেন বন্দুক নির্মাণ ও মেরামতকারী[]

পল মাউজার ও তার ভাই উইলহেম মাউজার উভয়ে একত্রে সর্বপ্রথম মাউজার মডেল ১৮৭১ এর নকশা করেন, যেটি ছিলো তার প্রতিষ্ঠিত কারখানা মাউজারের সফল এক অস্ত্র।[][]

পল মাউজার ১৮৭৪ সালের ২৩শে মে মাউজার বা জর্মন মাউজার কারখানাটি প্রতিষ্ঠা করেন। এখনো এই প্রতিষ্ঠানের ডিজাইনকৃত রাইফেল ও পিস্তল সারা পৃথিবীতে বিক্রি হয়।[]

তথ্যসূত্র

  1. De Haas, Frank (২০০৩)। "Mauser Models 71 &71/84"। Wayne Zwoll। Bolt Action Rifles (4 সংস্করণ)। Iola, Wisconsin: Krause Publications। পৃষ্ঠা 123। আইএসবিএন 978-0-87349-660-5 
  2. Five Supposed Mauser Firsts … That Weren’t
  3. Mauser Rifles and Pistols by W. H. B. Smith

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!