পিটার পল মাউজার, ১৯১২ এর পরে ভন মাউজার (জুন ২৭, ১৮৩৮ - মে ২৯, ১৯১৪) ছিলেন একজন জার্মান অস্ত্র নকশাকার ও প্রস্তুতকারক। তিনি জার্মানের বিখ্যাত অস্ত্র তৈরির কারখানা মাউজারের প্রতিষ্ঠাতা।[১]
জীবনী
পল মাউজার ২৭শে জুন ১৮৩৮ সালে ওয়ার্টেমবার্গে জন্মগ্রহণ করেন। তার বাবা ও চার ভাই সবাই ছিলেন বন্দুক নির্মাণ ও মেরামতকারী[১]
পল মাউজার ও তার ভাই উইলহেম মাউজার উভয়ে একত্রে সর্বপ্রথম মাউজার মডেল ১৮৭১ এর নকশা করেন, যেটি ছিলো তার প্রতিষ্ঠিত কারখানা মাউজারের সফল এক অস্ত্র।[১][২]
পল মাউজার ১৮৭৪ সালের ২৩শে মে মাউজার বা জর্মন মাউজার কারখানাটি প্রতিষ্ঠা করেন। এখনো এই প্রতিষ্ঠানের ডিজাইনকৃত রাইফেল ও পিস্তল সারা পৃথিবীতে বিক্রি হয়।[৩]
তথ্যসূত্র
বহিঃসংযোগ