পল করো

পল করো (জন্ম ১৯৩৫-৩৬) হলেন একজন নিউজিল্যান্ডে জন্মগ্রহণকারী মরোক্কান ইহুদি বংশোদ্ভূত অস্ট্রেলীয় অভিনেতা, ১৯৭০-এর দশকের টেলিভিশন সোপ অপেরা দ্য বক্সে লি হোয়াইটম্যানের ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত। ১৯৬৭ সালে তিনি এ লিলি ফর লিটল ইন্ডিয়ায় তার ভূমিকা "এরিক" -এর জন্য মেলবোর্ন থিয়েটার সমালোচকদের কাছ থেকে ১৯৬৬ সালের সেরা অভিনেতার পুরস্কার পান। [] ১৯৭৬ সালে তিনি লগি অ্যাওয়ার্ডে সেরা অস্ট্রেলীয় অভিনেতা বিভাগে পুরস্কার জিতেছিলেন। []

তথ্যসূত্র

  1. 'Actors Named', Melbourne Age 21 March 1967 p. 6
  2. Zuk, Tony। "Australian Television: 1974-1977 Logie Awards"। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!