পতি পত্নী অউর ভো |
---|
চলচ্চিত্রের পোস্টার |
পরিচালক | মুদাসসার আজিজ |
---|
প্রযোজক | ভূষণ কুমার |
---|
শ্রেষ্ঠাংশে | কার্তিক আর্যন ভূমি পেডনেকার অনন্যা পান্ডে |
---|
সুরকার | তানিশক বাগচি সোহেল সেন ইয়ো ইয়ো হানি সিং সুখে |
---|
চিত্রগ্রাহক | চিরন্তন দাস |
---|
সম্পাদক | নীতিন বাইদ |
---|
প্রযোজনা কোম্পানি | |
---|
পরিবেশক | বি. আর. স্টুডিওজ |
---|
মুক্তি |
- ৬ ডিসেম্বর ২০১৯ (2019-12-06)
|
---|
দেশ | ভারত |
---|
ভাষা | হিন্দি |
---|
পতি পত্নী অউর ভো (হিন্দি: पति पत्नी और वो, অনুবাদ: স্বামী স্ত্রী আর ও) ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন মুদাসসার আজিজ এবং প্রযোজনা করেছেন ভূষণ কুমার। চলচ্চিত্রটি ১৯৭৮ সালের চলচ্চিত্র পতি পত্নী অউর ভো এর পুনর্নির্মাণ। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন কার্তিক আর্যন , ভূমি পেডনেকার এবং অনন্যা পাণ্ডেসহ আরো অনেকে। ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি চলচ্চিত্রটির মুখ্য চিত্রগ্রহণ শুরু হয়। চলচ্চিত্রটি ২০১৯ সালের ৬ ডিসেম্বর মুক্তি পায়।[১][২]
অভিনয়ে
তথ্যসূত্র