নেভাল অ্যান্ড ম্যারিটাইম একাডেমী, শ্রীলঙ্কা |
---|
|
সক্রিয় | ১৫ জানুয়ারী ১৯৬৭ - বর্তমান |
---|
দেশ | শ্রীলঙ্কা |
---|
ধরন | নৌ সামরিক প্রশিক্ষণ |
---|
ভূমিকা | নৌ কর্মকর্তা প্রশিক্ষণ (মৌলিক নৌ প্রশিক্ষণ) |
---|
গ্যারিসন/সদরদপ্তর | এসএলএন ডকইয়ার্ড, ত্রিনকোমালি, শ্রীলঙ্কা |
---|
ডাকনাম | এনএমএ |
---|
নীতিবাক্য | শ্রীলঙ্কার নৌসেনাদের শক্তি |
---|
বার্ষিকী | ১৫ জুলাই |
---|
|
অধিনায়ক | একজন কমোডোর |
---|
নেভাল অ্যান্ড ম্যারিটাইম একাডেমী হচ্ছে শ্রীলঙ্কা নৌবাহিনীর কর্মকর্তাদের মৌলিক সামরিক প্রশিক্ষণ কেন্দ্র; ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই একাডেমী ২০০১ সালে পূর্ণাঙ্গ রূপ লাভ করে। এটি ত্রিনকোমালিতে অবস্থিত।
শ্রীলঙ্কা নৌবাহিনীর জন্ম ১৯৪৮ সালে হলেও শ্রীলঙ্কাতে নৌ একাডেমী না থাকায় কর্মকর্তাদের প্রশিক্ষণ যুক্তরাজ্যে (রয়্যাল নেভাল কলেজ) হতো, যদিও নাবিকদের প্রশিক্ষণ পুনাওয়ার এসএলএনএস শিকশাতে হতো। কমান্ডার এম. জি. এস. পেরেরা নামের একজন সিংহলী নৌ কর্মকর্তার ঐকান্তিক প্রচেষ্টায় এই একাডেমী শ্রীলঙ্কান নেভাল স্কুল নামে ১৯৬৭ সালে তৈরি হয়।[১][২]
আড়াই বছর প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থী ক্যাডেটদেরকে অ্যাক্টিং সাব লেঃ পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়।[৩]
তথ্যসূত্র