নেপাল বাংলাদেশ ব্যাংক

নেপাল বাংলাদেশ ব্যাংক লিমিটেড
ধরনসরকারি
নেপাল স্টক এক্সচেঞ্জ: NBB
শিল্পব্যাংকিং
প্রতিষ্ঠাকাল১৯৯৪ সালের জুন মাসে
সদরদপ্তরকামলাদি, কাঠমান্ডু, নেপাল
বাণিজ্য অঞ্চল
নেপাল,বাংলাদেশ
প্রধান ব্যক্তি
মি. জ্ঞানেন্দ প্রসাদ দুঙ্গানা, প্রধান নির্বাহী কর্মকর্তা
পণ্যসমূহBank
ওয়েবসাইটnbbl.com

নেপাল বাংলাদেশ ব্যাংক লিমিটেড ( নেপালি: नेपाल बाङ्लादेश बैंक ) NBB (নামেও পরিচিত নেপালি: एन.बी.बी. ) বা এনবি ব্যাংক নেপালের একটি সরকারী মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। []

নেপাল বাংলাদেশ ব্যাংক লিঃ প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯৪ সালের জুনে। ২৪০ মিলিয়ন রুপি মূলধন নিয়ে ব্যংকটি যাত্রা শুরু করেছিল। যেখানে যুগ্ম উদ্যোগী ব্যাংক হিসাবে আইএফআইসি ব্যাংক ব্যাংক লি বাংলাদেশ এর সাথে ৬০ মিলিয়ন রুপির পরিশোধিত মূলধনের চুক্তি হয়েছিল। এর সদর দফতরটি কমলাদি -২৮, কাঠমান্ডুতে অবস্থিত। ব্যাংকটির ৮১ টি শাখা, ৬টি বর্ধিত কাউন্টার, ৫ টি শাখাবিহীন ব্যাংকিং এবং ৬০টি এটিএম টার্মিনাল রয়েছে।

এনবি ব্যাংক ই-ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও ব্যাংকিং পরিষেবা প্রদান করে। যা এনবিবিএল স্মার্ট নামে পরিচিত। সম্প্রতি, ব্যাংকটি তার গ্রাহকদের ডিজিটাল অর্থ প্রদানের সুবিধার্থে নেপালে খল্টি ডিজিটাল ওয়ালেটের [] সাথে একটি চুক্তি করেছে।

ইতিহাস

ব্যাংকটি ১৯৯৫ সালে প্রবর্তক এনবি গ্রুপ (নেপাল) কর্তৃক বাংলাদেশ আইএফআইসি ব্যাংক লিমিটেডের সাথে যৌথ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিলো।

বর্তমানে এনবি ব্যাংকের পরিচালনা পর্ষদ হলেন:

  • : চেয়ারম্যান
  • জনাব. ইন্দ্র বাহাদুর থাপা : পরিচালক (জন)
  • জনাব. মুকুন্দ নাথ ধুনগেল : পরিচালক (জন)
  • জনাব. এম শাহ আলাম সরওয়ার : পরিচালক (প্রচারক)
  • আগস্ট ২০১৮ থেকে খালি রয়েছে  : পেশাদার পরিচালক
  • জনাব. ডিপক কারকি : পরিচালক (জন)
  • মিসেস কামরুন নাহার আহমদ : পরিচালক (প্রচারক)

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৪ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২১ 
  2. "Nepal Bangladesh Bank signs MoU with Khalti for facilitating digital payments"Khalti Digital Wallet। ১২ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!