এটি নেপাল টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটারদের তালিকা । টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলা হচ্ছে একটি আন্তর্জাতিক ক্রিকেট খেলা যা দুটি প্রতিনিধিত্বকারী দলের মধ্যে হয়ে থাকে, যাদের উভয় দলের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক নির্ধারিত টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) মর্যাদা থাকতে হবে। টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলাটি নিয়ন্ত্রিত হয়ে থাকেন টুয়েন্টি২০ ক্রিকেট আইনে এবং এটিই হচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত একটি সংস্করণ। এ সংস্করণের প্রথম খেলাটি অনুষ্ঠিত হয়েছিল ১৭ ফেব্রুয়ারি ২০০৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দলের মধ্যে।[ ১] ২০১৪ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার অংশ হিসাবে নেপাল জাতীয় ক্রিকেট দল তাদের প্রথম টি২০আই ম্যাচটি খেলে ১৬ মার্চ ২০১৪, হংকং জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে, এবং ৮০ রানে বিজয়ী হয়।[ ২]
যে সকল নেপালী ক্রিকেটার কেবল মাত্র একটি টি২০আই খেলেছে তাদেরকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকাটি প্রতিটি খেলোয়াড়ের প্রথম টি২০ ক্যাপ অর্জনের ভিত্তিতে সাজানো হয়েছে। যদি একই ম্যাচে একাধিক খেলোয়াড় তাদের প্রথম টি২০ ক্যাপটি জিতে থাকেন তাহলে তাদেরকে নামের বর্ণানুসারে সাজানো হয়েছে।
সহায়ক শব্দ
খেলোয়াড়দের তালিকা
পরিসংখ্যানটি ২৮ জুলাই ২০১৯ সিঙ্গাপুরের সাথে খেলা টি২০আই পর্যন্ত সঠিক। [ ৫] [ ৬] [ ৭]
টীকা
↑ সন্দ্বীপ লামিচানে বিশ্ব একাদশের হয়েও খেলেছেন। এখানে কেবল নেপালের হয়ে সংগৃহীত রেকর্ড পরিসংখ্যানভূক্ত করা হয়েছে।
আরো দেখুন
তথ্যসূত্র
গভর্নিং বডি জাতীয় দল এনপিএল দলআঞ্চলিক দল
Biratnagar (Region no. 1)
Birgunj (Region no. 2)
Kathmandu (Region no. 3)
Bhairawa (Region no. 4)
Nepalgunj (Region no. 5)
Baitadi (Region no. 6)
Janakpur (Region no. 7)
Pokhara (Region no. 8)
Dhangadhi (Region no. 9)
এপিএফ ক্লাব
নেপাল সেনাবাহিনী ক্লাব
নেপাল পুলিশ ক্লাব
প্রতিযোগিতা মাঠ Players Matches Records