এই নিবন্ধটি ঢাকা জেলার প্রশাসনিক একক সম্পর্কে। একই নামের শপিং মার্কেটের জন্য
নিউ মার্কেট, ঢাকা দেখুন।
নিউ মার্কেট বাংলাদেশের রাজধানী ঢাকার একটি থানা।[১]
ইতিহাস
২০০৫ সালের ২৭ জুন ধানমন্ডি থানার অংশবিশেষ নিয়ে নিউ মার্কেট থানা গঠিত হয়।[১]
ভৌগোলিক অবস্থান
নিউ মার্কেট থানার উত্তরে ধানমন্ডি থানা ও কলাবাগান থানা, দক্ষিণে লালবাগ থানা, পূর্বে শাহবাগ থানা, পশ্চিমে হাজারীবাগ থানা অবস্থিত।
তথ্যসূত্র
বহিঃসংযোগ