নিউ ইয়র্ক স্টেট রুট ১৮৬

NY 186 marker

NY 186

ম্যাপে এনওয়াই ১৮৬ লাল কালিতে চিত্রিত করা হয়েছে
পথের তথ্য
দৈর্ঘ্য৩.৮৮ মা (৬.২৪ কিমি)
অস্তিত্বকালমার্চ ২৮, ১৯৮৯[][]–বর্তমান
প্রধান সংযোগস্থল
পশ্চিম প্রান্ত: NY ৩০, হ্যারিসটাউন
পূর্ব প্রান্ত: NY ৮৬ হ্যারিসটাউন
অবস্থান
কাউন্টিসমূহফ্রাঙ্কলিন
মহাসড়ক ব্যবস্থা
NY ১৮৫ NY ১৮৭

নিউ ইয়র্ক স্টেট রুট ১৮৬(সংক্ষেপে- এনওয়াই ১৮৬) যুক্তরাষ্ট্রে অবস্থিত নিউ ইয়র্কের পূর্ব-পশ্চিমমূখী একটি রাজ্য মহাসড়ক। পুরো রাস্তাটিই ফ্রাঙ্কলিন কাউন্টির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর হ্যারিসটাউনে অবস্থিত। এটির পশ্চিমপ্রান্ত এনওয়াই ৩০ এবং পূর্বপ্রান্ত এনওয়াই ৮৬ তে। এনওয়াই ১৮৬ দক্ষিণাঞ্চলীয় অ্যাড্রিয়নডেক আঞ্চলিক বিমানবন্দরের সংযোগসড়ক হিসেবে ব্যবহৃত হয়। বর্তমান এনওয়াই ১৮৬ কে ১৯৮৯ সালে নামকরণ করা হয়, এনওয়াই ৮৬ এর সাথে।

রাস্তার বিবরণ

এনওয়াই ১৮৬ এর পশ্চিমপ্রান্ত লেক ক্লিয়ারের পূর্বতীরে অবস্থিত হ্যারিসটাউনের এনওয়াই ৩০ থেকে শুরু। এখানে রাস্তাটি লেক ক্লিয়ার রোড নামে পরিচিত, তারপর রাস্তাটি পূর্ব-উত্তরপূর্বদিকে চলে যায়। পথিমধ্যে একটি খাঁড়ি এবং দুটি রেলসড়ক অতিক্রম করে। দক্ষিণে এটি অ্যাড্রিয়নডেক স্টেট পার্ক এবং অ্যাড্রিয়নডেক আঞ্চলিক বিমানবন্দরের সংযোগসড়ক হিসেবে ব্যবহৃত হয়। এখানে রাস্তাটি বেশকিছু স্থানীয় সড়ককে অতিক্রম করে। বিমানবন্দর অতিক্রম করে এনওয়াই ১৮৬ ধীরে ধীরে উত্তর-পূর্বে মোড় নিয়ে গতানুগতিক ভাবে চলতে থাকে। এনওয়াই ১৮৬ হ্যারিসটাউনের এনওয়াই ৮৬ এর সাথে মিলিত হবার মাধ্যমে সমাপ্তি ঘটায়।[]

ইতিহাস

বর্তমান এনওয়াই ১৮৬ আসলে ১৯২৪ সালে নামকরণকৃত এনওয়াই ১০ এর অংশ ছিল।[][] পরবর্তিতে কানাডা সীমান্তে একে এনওয়াই ৩০ হিসেবে ১৯৩০ সালে পূনঃনামকরণ করা হয়। লেক ক্লিয়ার এবং হ্যারিসটাউনের মধ্যবর্তি এনওয়াই ১০ কে এনওয়াই ৮৬ নাম দিয়ে যাই পর্যন্ত বর্ধিত করা হয়।[] এনওয়াই ৮৬, ১৯৮৯ সাল পর্যন্ত বিদ্যমান ছিল, পরে এটিকে এনওয়াই ১৯২ নাম দিয়ে রদ করা হয়।[] এনওয়াই ১৯২ কে তখন উত্তর-পশ্চিম বরাবর ঘুড়িয়ে দেয়া হয় এবং লেক ক্লিয়ার থেকে হ্যারিসটাউন পর্যন্ত এনওয়াই ৮৬ কে এনওয়াই ১৮৬ নামকরণ করা হয়।[][]

মূখ্য অংশবিশেষ

পুরো রাস্তাটিই ফ্রাঙ্কলিন কাউন্টির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর হ্যারিসটাউনে অবস্থিত।

মাইল[] কি.মি. গন্তব্য
০০ ০০ এনওয়াই ৩০
৩.৮৮ ৬.২৪ এনওয়াই ৮৬

তথ্যসূত্র

  1. New York State Department of Transportation (জানুয়ারি ২০১২)। Official Description of Highway Touring Routes, Bicycling Touring Routes, Scenic Byways, & Commemorative/Memorial Designations in New York State (PDF)। সংগ্রহের তারিখ জানুয়ারি ৩১, ২০১২ 
  2. New York (মানচিত্র)। Rand McNally and Company। ১৯৯৫। আইএসবিএন 0-528-96764-9 
  3. গুগল (জানুয়ারি ৯, ২০০৯)। "overview map of NY 186" (মানচিত্র)। গুগল ম্যাপস। গুগল। সংগ্রহের তারিখ জানুয়ারি ৯, ২০০৯ 
  4. "New York's Main Highways Designated by Numbers"। The New York Times। ডিসেম্বর ২১, ১৯২৪। পৃষ্ঠা XX9। 
  5. Rand McNally Auto Road Atlas (eastern New York) (মানচিত্র)। Rand McNally and Company। ১৯২৬। এপ্রিল ১৪, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ২, ২০০৮ 
  6. Dickinson, Leon A. (জানুয়ারি ১২, ১৯৩০)। "New Signs for State Highways"। The New York Times। পৃষ্ঠা 136। 
  7. Eastern United States Interstate Road Map (মানচিত্র)। 1" = 33.6 miles। American Map Corporation। ১৯৯২। আইএসবিএন 0-8416-5082-9 
  8. "2008 Traffic Data Report for New York State" (PDF)New York State Department of Transportation। জুন ১৬, ২০০৯। পৃষ্ঠা 260। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৮, ২০০৯ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!