NY 108 |
---|
|
Map of Suffolk County on Long Island with NY 108 highlighted in red |
|
দৈর্ঘ্য | ১.৭২ মা[১] (২.৭৭ কিমি) |
---|
অস্তিত্বকাল | আনু. 1932[২][৩]–বর্তমান |
---|
|
South প্রান্ত: | CR ১১ in Cold Spring Harbor |
---|
North প্রান্ত: | NY ২৫A in Cold Spring Harbor |
---|
|
---|
|
কাউন্টিসমূহ | Suffolk |
---|
|
---|
|
|
|
নিউ ইয়র্ক স্টেট রুট ১০৮(এনওয়াই ১০৮) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এ অবস্থিত, একটি রাজ্য মহাসড়ক। এনওয়াই ১০৮, ১.৭২ মাইল লম্বা। রাস্তাটি দক্ষিণের সিআর ১১ থেকে শুরু হয়ে, উত্তরের এনওয়াই ২৫এ এ গিয়ে শেষ হয়। এনওয়াই ১০৮, ১৯৩২ সালে তৈরী করা হয়। রাস্তাটি আজ অবধি বিদ্যমান রয়েছে।
রাস্তার বিবরণ
এনওয়াই ১০৮, ১.৭২ মাইল লম্বা। রাস্তাটি দক্ষিণের সিআর ১১ থেকে শুরু হয়ে, উত্তরের এনওয়াই ২৫এ এ গিয়ে শেষ হয়। এনওয়াই ১০৮, ১৯৩২ সালে তৈরী করা হয়।
ইতিহাস
এনওয়াই ১০৮, ১৯৩২ সালে তৈরী করা হয়। রাস্তাটি আজ অবধি বিদ্যমান রয়েছে।
মূখ্য অংশবিশেষ
সম্পূর্ণ রুট হল Cold Spring Harbor, Suffolk কাউণ্টি-এ।
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
KML is from Wikidata