নাহিদ-১ ( ফার্সি: ناهید যার অর্থ "শুক্র") সৌর-চালিত একটি ইরানি কৃত্রিম যোগাযোগ উপগ্রহ,যা ২০১৯ সালের সেপ্টেম্বরে [১][২][৩] পৃথিবীর নিম্ন কক্ষপথের মধ্যে পরিকল্পিতভাবে উৎক্ষেপণ করা হয়। [৪] ২৯ আগস্ট ২০১৯ এ উৎক্ষেপণ প্রস্তুতির সময় উৎক্ষেপণ প্যাডে একটি বিস্ফোরণ ঘটেছিল,[৫] যদিও উপগ্রহটি স্পষ্টত পরীক্ষার অংশ ছিল না এবং অক্ষত অবস্থায় ছিল। [৬]
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ