নারীবিহীন একদিন বা এক নারী বিনা একটি দিন ছিল ২০১৮ খ্রিস্টাব্দের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে ঘটিত এক ধর্মঘট। ২০১৭ ওমেন'স মার্চ এবং ইন্টারন্যাশনাল ওমেন'স স্ট্রাইক আন্দোলন নামে দুটি আলাদা গোষ্ঠী এই ধর্মঘট সংগঠিত করেছিল। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতির প্রতিবাদ স্বরূপ নারীরা ওই দিন কাজ না করার জন্যে দাবি করেছিল। পরিকল্পনা শুরু হয়েছিল ট্রাম্পের নভেম্বর ২০১৬ নির্বাচনের আগেই। এই আন্দোলনটি আহূত এবং প্রচারিত হয়েছিল ওমেন'স মার্চের দ্বারা; এছাড়া 'বোদেগা স্ট্রাইক' এবং ডে উইদাউট ইমিগ্র্যান্টস সুপারিশকৃত কার্যকারিতগুলি অনুপ্রাণিত করেছিল।
যুক্তরাষ্ট্রে সংগঠকরা নারীদের কাজ করা থেকে বিরত থাকা, খরচের অর্থ (অথবা, বিকল্পভাবে 'ছোটো, নারী-এবং সংখ্যালঘু-মালিকানার ব্যবসায়' থেকে বাজার করার সিদ্ধান্ত) এবং সংহতির প্রতীক হিসেবে লাল পোশাক পরার জন্যে অনুপ্রাণিত করেছিল।
মঞ্চ
আন্তর্জাতিক মোর্চাসমূহের দ্বারা একগুচ্ছ স্পষ্ট চাহিদা সহ এই ধর্মঘট সংগঠিত হয়েছিল।
যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংগঠকদের মঞ্চসমূহ
মার্কিন ধর্মঘটী সক্রিয় কর্মীদের মঞ্চ দাবি করেছিল 'মুক্ত সীমানাসমূহ', 'অভিবাসন অভিযান' থেকে স্বাধীনতা, এবং 'নারী মুক্তি'র অনুসারী লক্ষ্য হিসেবে প্যালেস্তাইনের ঔপনিবেশিক মুক্তি।"[১][২]
যুক্তরাষ্ট্রে ২০১৭ খ্রিস্টাব্দের ৮ মার্চ ৮ জন প্রখ্যাত সক্রিয় কর্মীর গোষ্ঠী যাঁরা এই ধর্মঘটের আহ্বান জারি করেছিলেন; যাকে বলা হয়েছিল 'পুঁজিবাদ-বিরোধী', 'বর্ণবাদ-বিরোধী', 'সাম্রাজ্যবাদ-বিরোধী', 'ভিন্নধর্মী-বিরোধী', 'নব উদার-বিরোধী', এবং "বাজার, ঋণ, পুঁজিবাদী সম্পদ সম্পর্কগুলো এবং রাষ্ট্রের বিরোধিতা করে; সমকামী, রূপান্তরকামী ও অদ্ভুত নারীদের বিরুদ্ধে হিংসার বৈষম্যমূলক নীতি; অভিবাসী আন্দোলনের অপরাধীকরণের রাষ্ট্রীয় হিংসার বিরোধিতা করে।"[৩]
সাংবাদিকরা উল্লেখ করেছিলেন নারীদের অভিযান এবং বিভিন্ন সমস্যা সম্বলিত সাধারণ ধর্মঘট যুক্তরাষ্ট্রের বাইরে কীভাবে পরিবর্তন সাধিত করেছিল।[১১][১২] বিশেষভাবে উল্লেখ্য যে, ইন্টারন্যাশনাল ওমেন'স স্ট্রাইক একই দিনে ওমেন'স মার্চ স্ট্রাইক হিসেবে ধর্মঘট পালন করার জন্যে সারা বিশ্বব্যাপী নারীদের অনুপ্রাণিত করেছিল।[৪]
ওমেন'স মার্চ সংগঠকদের মধ্যে ছিলেন রাজনৈতিক সক্রিয় কর্মী অ্যাঞ্জেলা ডেভিস এবং লিন্ডা সারসর,[১৩] অংশগ্রহণকারী নারী যাঁরা ধর্মঘট করছিলেন, একই ধরনের কার্যকারিতা, যেমন 'বদেগা স্ট্রাইক' করছিলেন, ডে উইদাউট ইমিগ্র্যান্টস―ছোটো ব্যবসা এবং নারী কিংবা সংখ্যালঘুদের ছাড়া দোকান বাজার না-করা, তাঁদের সকলকে অনুপ্রাণিত করেছিলেন;[১৪][১৫] এবং লাল সংহতি পোশাক পরেছিলেন,[১৪][১৬] যেহেতু সারা বিশ্বে লাল হল ঐতিহ্যগতভাবে শ্রমিক আন্দোলনের রঙ।[১৫] সংগঠকরা ধর্মঘটীদের পয়সা দিয়ে অথবা বিনা পয়সার কোনো কাজই করতে নিষেধ করেছিলেন।[১৪][১৫][১৭] ধর্মঘটী মানুষেরা গৃহস্থালি এবং শিশু পালনের কাজ প্রদর্শন করে তাদের সমর্থন জানিয়েছিল।[১৫] আসল ঘোষণার এক সপ্তাহ পর, এই আন্দোলনের সংগঠকরা ধর্মঘটের দিন ৮ মার্চ, ২০১৭ ঘোষণা করেছিলেন, যে দিনটা ছিল সেই বছরের আন্তর্জাতিক নারী দিবস পালনের দিন।[১৭][১৮]
একটা আন্তর্জাতিক নারী দিবস ধর্মঘট সারা বিশ্বের ৫০টির বেশি বিভিন্ন দেশের ৪০০ শহরে অনুষ্ঠিত হয়েছিল।[২১]পোল্যান্ডে হাজার হাজার নারী নারীর অধিকার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিল।[১৯]
ওয়াশিংটন, ডিসি শহরে হাউস ডেমোক্র্যাটিক প্রতিনিধিরা ক্যাপিটল থেকে ওয়াক আউট করে বাইরে এসেছিলেন;[২৭] কার্যকারিতা ছিল প্রতিবাদীদের সংহতি জানানো।[২৮]যুক্তরাষ্ট্র শ্রম দফতরের সামনে 'ওমেন ওয়ার্কার্স রাইজিং' নামে এক কার্যক্রম সংঘটিত হয়েছিল।[২১]
হোয়াইট প্রিভিলেজ অথবা সাদা বিশেষাধিকার থেকে অনুভূতিপুষ্ট কিছু সমালোচকের এই ধমঘট সম্পর্কে সমালোচনা সামনে এসেছিল।[৩৩] এই সমালোচনাকারীরা মনে করেন যে, ধর্মঘটের ধারণা ভালো, কিন্তু শুধুমাত্র যেসব নারীর সচ্ছল আর্থিক অবস্থা আছে, বেশির ভাগ ক্ষেত্রে সাদা চামড়ার নারী, তাঁরাই ধর্মঘটে অংশ নিতে সমর্থ, অন্যদিকে অ-শ্বেত নারী (যাঁরা অসমভাবে কম বেতনের কাজ সংগ্রহ করে) তাঁদের কাজ হারাবার ভয় কাটিয়ে কাজ বন্ধ করে ধর্মঘটে অংশগ্রহণ করার স্বাধীনতা থাকবে না।[৩৩][৩৪]
এই সমালোচনার জবাবে ধর্মঘট সংগঠকরা বলেছেন যে, বিভিন্ন যুগের অন্যান্য ধর্মঘটীদের 'বিশেষাধিকারী' বলা হয় না। সারসর বলেছেন, "মন্টগোমারি বাস বয়কট কার্যক্রমে ধর্মঘটী নারীদের আমরা সম্মান করি ... তাঁরা কী বিশেষাধিকারী নারী? খামারকর্মীদের সম্পর্কে কী বলা যাবে? যাঁরা বলেছিলেন, 'শ্রমিকদের নিরাপত্তা ভিন্ন আমরা এই সামগ্রী হাতে তুলব না।' সেই সমস্ত মানুষ কী বিশেষাধিকারী?"[২১]
তথ্যসূত্র
↑"Our Platform"। International Women’s Strike US Platform। US Women's Strike। ১৭ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৭।
↑ কখগ"A Day Without a Woman"। Women's March on Washington (ইংরেজি ভাষায়)। জানুয়ারি ৩০, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ৩, ২০১৭।