নারায়ণগঞ্জ মডেল কলেজ

নারায়ণগঞ্জ মডেল কলেজ
NARAYANGANJ MODEL COLLEGE
অন্যান্য নাম
NMC
ধরনকলেজ (EIIN: 131870, College Code: 2512)
স্থাপিতজুলাই ২০০৮; ১৬ বছর আগে (2008-07)
অধিভুক্তিঢাকা শিক্ষা বোর্ড
সভাপতিজনাব মজিবর রহমান
অধ্যক্ষআনিসুর রহমান মোল্লা
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১১
ঠিকানা
সামছুল হক সড়ক, পঞ্চবটি মোড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ
, , ,
শিক্ষাঙ্গনশহুরে
ভাষাবাংলা
ওয়েবসাইটwww.NarayanganjModelCollege.com/
মানচিত্র

নারায়ণগঞ্জ মডেল কলেজ সম্পর্কে

প্রাচ্যের ড্যান্ডিখ্যাত ‘নারায়ণগঞ্জ শহর’ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। দেশের শিক্ষা, শিল্প এবং অর্থনীতিতে রয়েছে এর অবিস্মরণীয় অবদান। শিল্প এবং অর্থনীতিতে নারায়ণগঞ্জের এই অগ্রসরমান অবস্থানের পিছনে মূল ভূমিকা রয়েছে শিক্ষার। তবে ক্রমবর্ধমান মানসম্পন্ন শিক্ষার চাহিদার তুলনায় উচ্চমাধ্যমিক স্তরে নারায়ণগঞ্জে মানসম্পন্ন কলেজের যথেষ্ট অভাব রয়েছে। এমতাবস্থায় নারায়ণগঞ্জের শিক্ষার অগ্রযাত্রাকে গতিশীল রাখার জন্য শিক্ষার পরিপূর্ণ পরিবেশ, উপাদান ও উপকরণসহ মানসম্পন্ন কলেজের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আর এ প্রয়োজনকে সামনে রেখে সমাজের উচ্চ শিক্ষিত ও সম্মাণিত ব্যক্তিদের সার্বিক তত্তাবধানে ২০০৮ইং সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ মডেল কলেজ। [] কলেজটি স্থাপিত প্রথম স্থাপিত চানমারি, চাষাড়া, নারায়ণগঞ্জে।

অনন্য বৈশিষ্ট্য

  • ছাত্র/ছাত্রীদের মেধা, প্রতিভা, নৈতিক মূল্যবোধ ও ব্যক্তিত্ব বিকাশে সার্বিক যত্ন নেয়া।
  • লেখাপড়ার পাশাপাশি খেলধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বক্তৃতা, কবিতা আবৃত্তি, বইপড়া, সংগীত চর্চা ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য বহুমুখী প্রতিযোগিতা ব্যবস্থা।
  • শিক্ষার্থীদের ধার্মিক ও উন্নত চরিত্র সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা।
  • মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তি, উপবৃত্তিসহ বিভিন্ন শিক্ষাবৃত্তি পাওয়ার সুযোগ।
  • দুর্বল শিক্ষার্থীদের জন্য শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে আলোচনার মাধ্যমে ভাল ফলাফলের জন্য বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ।[]

যেসকল শাখায় পড়ানো হয়

  • ব্যবশায় শিক্ষা শাখা
  • মানবিক শাখায় []

কিছু অর্জন

  • প্রতি বছরই নারায়ণগঞ্জ মডেল কলেজ নারায়ণগঞ্জ জেলায় খুব ভালো ফলাফল করে এবং ছাত্র-ছাত্রীরাও বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে সক্রিয় থাকে।
  • ২০১৮ সালে নারায়ণগজ্ঞ মডেল কলেজের ছাত্র হাবিবুল্লাহ বাহার পিয়াস IDLC ফাইন্যান্স অলিম্পিয়াড-২০১৮ এর ফাইনাল রাউন্ডডেও তার দূর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। Habibullah Bahar Piash প্রায় ২০,৬৮৬ জন প্রতিযোগীর মাঝে সারা বাংলাদেশে ফাইনাল রাউন্ডে জুনিয়র সেকশনে টপ ১২ এর মাঝে ছিল।[] ফাইনাল রাউন্ড কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ (কেআইবি)-তে গত ০২ নভেম্বর, ২০১৮ অনুষ্ঠিত হয়েছিল।[]


তথ্যসূত্র

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!