নাবিলাহ আল-তানসি ( আরবী : نبيلة التونسي) ১৯৫৯ সালে সৌদি আর্যামকে জন্মগ্রহণকারী একজন প্রধান প্রকৌশলী।
জীবন
সৌদি জেনারেল কন্যা আল-তুনসি রিয়াদে বড় হয়েছিলেন। কিন্তু তিনি ১৭ বছর বয়সে ওরেগন পোর্টল্যান্ডে লুইস অ্যান্ড ক্লার্ক কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়তে যান। [১] এরপর তিনি ওরেগন স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন । [২] সৌদি তেল মন্ত্রীর বন্ধু তার চাচা সৌদি আরামকোতে আবেদন করার জন্য উৎসাহিত করেন,[১] এবং ১৯৮২ সালে তিনি কম্পিউটার সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে একটি কোম্পানিতে যোগ দেন।
২০১০ সালে তাকে ওরেগন স্টেট ইউনিভার্সিটি তাদের একাডেমি অব ডিস্টিস্টেড ইঞ্জিনিয়ারদের সদস্যপদ দিয়ে সম্মানিত করে। [২] ২০১৪ সালে ফোর্বস মিডিল ইস্ট এর নির্বাহী পরিচালনায় ২০০ জন সর্বাধিক শক্তিশালী আরব নারীর তালিকায় তিনি ৪র্থ হিসাবে তালিকাভুক্ত হন। [৩]
তথ্যসূত্র