নান্দনিকতা চেতনা এবং চেতনা সংশ্লিষ্ট আবেগী মূল্যবোধের অধ্যয়নের নাম। একে অনেক সময় আবেগ এবং স্বাদের বিচার হিসেবে গণ্য করা হয়। নান্দনিকতা অ্যাক্সিওলজির অন্তর্গত এবং দর্শনের একটি পৃথক শাখা। এটি শিল্পের দর্শনের ঘনিষ্ঠ ভাবে সম্পর্কিত। এটি বিশ্ব সম্বন্ধে ধরনা গ্রহণের নতুন নতুন পদ্ধতি নিয়ে অধ্যয়ন করে।[১]