নর্দান ইউনিভার্সিটি বা নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়।[১] এটি ঢাকা শহরে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়টি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে তড়িৎ ও বৈদ্যুতিন প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, বস্ত্র প্রকৌশল, ব্যবসা প্রশাসন, আইন, ফার্মেসি,ইংরেজি,বাংলা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা প্রদান করা হয়।
উপাচার্য
| এই অনুচ্ছেদটি সম্প্রসারণ করা প্রয়োজন। (ডিসেম্বর ২০২১) |
নিম্নোক্ত ব্যক্তিবর্গ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:
অনুষদ এবং বিভাগ সমূহ
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৪ টি অনুষদের অধীনে ১১ টি বিভাগ রয়েছে।
ব্যবসা অনুষদ
ব্যবসায় প্রশাসন বিভাগ
- বিবিএ (ব্যবসা প্রশাসনে স্নাতক) ৪ বছর
- এমবিএ (ব্যবসা প্রশাসনে মাস্টার) ১-২ বছর
- এমবিএম (ব্যাংক ব্যবস্থাপনার মাস্টার) ১-২ বছর
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
- বি.এসসি. সিএসই (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল) ৪-বছরের প্রোগ্রামে
ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল বিভাগ
- বি.এসসি. ইসিই (ইলেক্ট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল) ৪-বছরের প্রোগ্রামে
ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ
- বি.এসসি. ইইই (ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক প্রকৌশল) ৪-বছরের প্রোগ্রামে
- বি.এসসি. ডিপ্লোমা হোল্ডারদের জন্য ইইই (ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক প্রকৌশল) ৩-বছরের প্রোগ্রামে
টেক্সটাইল প্রকৌশল বিভাগ
- বি.এসসি. টিই (টেক্সটাইল প্রকৌশল) ৪-বছরের প্রোগ্রামে
- বি.এসসি. ইবিটিএক্স (টেক্সটাইল প্রকৌশল) (সন্ধ্যা) ৩ বছরের প্রোগ্রামে
কলা ও মানবিক অনুষদ
ইংরেজি বিভাগ
- ইংরেজি ভাষা ও সাহিত্যে বিএ (অনার্স) (৪-বছরের প্রোগ্রাম)
- ইংরেজিতে মাস্টার অফ আর্টস (১-২ বছরের প্রোগ্রাম)
- এমইএএল (ইংরেজি ভাষায় মাস্টার অফ আর্টস) ১-২ বছর
উন্নয়ন ও শাসন অধ্যয়ন বিভাগ
- এমজিএস (শাসন অধ্যয়নে মাস্টার) ১ বছরের প্রোগ্রাম
আইন অনুষদ
আইন বিভাগ
- এলএলবি (আইন বিষয়ে স্নাতক) ৪ বছরের প্রোগ্রাম
- এলএলএম (আইনের মাস্টার) ১-২ বছরের প্রোগ্রাম
স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ
ফার্মেসি বিভাগ
- বি.ফার্ম. (ফার্মেসিতে স্নাতক সম্মাননা) ৪ বছরের প্রোগ্রাম
জনস্বাস্থ্য বিভাগ
- এমপিএইচ (মাস্টার অফ পাবলিক হেলথ) ১-২ বছরের প্রোগ্রাম
তথ্যসূত্র
আরও দেখুন
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের তালিকা
বহিঃসংযোগ