নটিংহ্যাম ফরেস্ট ফুটবল ক্লাব (ইংরেজি: Nottingham Forest Football Club; এছাড়াও নটিংহ্যাম ফরেস্ট এফসি অথবা শুধুমাত্র নটিংহ্যাম ফরেস্ট নামে পরিচিত) হচ্ছে নটিংহ্যাম ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ ইএফএল চ্যাম্পিয়নশিপে খেলে। এই ক্লাবটি ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। নটিংহ্যাম ফরেস্ট তাদের সকল হোম ম্যাচ নটিংহ্যামের সিটি গ্রাউন্ডে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩০,৪৪৬। চিরপ্রতিদ্বন্দ্বী নটস কাউন্টির ঠিক বিপরীত দিকেই এই ক্লাবটি অবস্থিত। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন স্টিভ কুপার এবং সভাপতির দায়িত্ব পালন করছেন নিকোলাস র্যান্ডাল। বর্তমানে ইংরেজ রক্ষণভাগের খেলোয়াড়জোসেফ অ্যাড্রিয়ান ওরেল এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
সিটি সেন্টারের ঠিক উত্তরে অবস্থিত ফরেস্ট রিক্রিয়েশন গ্রাউন্ড থেকেই এই ক্লাবের নামকরণ করা হয়েছে। এখানেই নটিংহ্যাম গুজ ফেয়ার নামক স্থানে ক্লাবের প্রথম মাঠ ছিল। সাধারণত ফরেস্ট বনামেও এই ক্লাবটি পরিচিত। এই ক্লাবের সাথে ফরেস্ট ফুটবল ক্লাবের কোন সম্পর্ক নেই।
↑"Who's Who"। Nottingham Forest Football Club। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
↑"Archived copy"। ২২ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৩।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
↑"Malmö FF"। svenskfotboll.se (Swedish ভাষায়)। The Swedish Football Association। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১২।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (link)