যে সকল উদ্ভিদেরফুল ও বীজ হয় কিন্তু ফুলে গর্ভাশয় নেই বলে ফল উৎপন্ন হয় না বিধায় বীজ নগ্ন অবস্থায় থাকে, তাদের নগ্নবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদ (Gymnosperm) বলে। যেমন— সাইকাস, পাইনাস ইত্যাদি । নগ্নবীজী উদ্ভিদ সবীজ (Spermatophyta) উদ্ভিদগুলোর মধ্যে প্রাচীন।পৃথিবীর বৃহত্তম উচ্চতম উদ্ভিদ 'Sequiagigantea' এ গোষ্ঠীর ই অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ।
গ্রিক শব্দ Gymnos = নগ্ন ও spermos = বীজ থেকে Gymnospermae শব্দটি উদ্ভূত হয়েছ। এদের দেহ স্পোরোফাইট ও অসমরেণুপ্রসূ। রেণু বা স্পোর (spore) বিশেষ ধরনের পত্রে উৎপন্ন হয়। স্পোর বা রেণু যেসকল পত্রে উৎপন্ন হয় সেই পত্রগুলোকে রেণুপত্র বা স্পোরোফিল (sporophyll) বলে। স্পোরোফিল ঘনভাবে সজ্জ্বিত হয়ে কোণ বা স্ট্রোবিলাস গঠন করে।নগ্নবীজী উদ্ভিদের গ্যামেটোফাইট অত্যধিক সংক্ষিপ্ত।নিষেকের পূর্বেই হ্যাপ্লয়েড সস্য (endosperm) উৎপন্ন হয়। এতে সুস্পষ্ট ও নিয়মতি,অসম আকৃতিরজনুক্রম জীবের জীবন চক্রে যৌন জনন ও অযৌন জনন বা স্পোরোফাইট ও গ্যামেটোফাইট বা হ্যাপ্লয়েড (n) ও ডিপ্লয়েড (2n) উভয় ই চক্রাকারে ঘটলে তাকে জনুক্রম বলে। বিদ্যমান।
গঠন ও আকৃতি
এগুলোর নির্দিষ্ট কোনো আকার,আকৃতি নেই।
প্রজাতি
বিশ্বে ৮৩ টি গণের অন্তর্ভুক্ত ৭২১টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। তবে বাংলাদেশে ৪ গণের অন্তর্ভুক্ত মাত্র ৬টি প্রজাতি প্রাকৃতিকভাবে জন্মাতে দেখা যায়।
Cantino, Philip D.; Doyle, James A.; Graham, Sean W.; Judd, Walter S.; Olmstead, Richard G.; Soltis, Douglas E.; Soltis, Pamela S.; Donoghue, Michael J. (আগস্ট ২০০৭)। "Towards a phylogenetic nomenclature of Tracheophyta"। Taxon। 56 (3): 822–846। জেস্টোর25065864। ডিওআই:10.2307/25065864।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে নগ্নবীজী উদ্ভিদ সংক্রান্ত মিডিয়া রয়েছে।