ধর্ম কিদাঙ্গু মসজিদ হল ভারতের চেন্নাইয়ের জর্জটাউন এলাকায় আঙ্গাপ্পা নাইকেন স্ট্রিটে অবস্থিত একটি মসজিদ। এটি মুথিয়ালপেটের প্রাচীনতম মসজিদ হিসাবে বিবেচিত হয়। পাথর দিয়ে নির্মিত আসল মসজিদটি ২০০৮ সালে ভেঙ্গে নতুন মসজিদ তৈরি করা হয়েছে।
তথ্যসূত্র
- Madras, Chennai: A 400-year record of the first city of Modern India। Palaniappa Brothers। ২০০৮। পৃষ্ঠা 125।