দ্রাবিড় সৈকত

দ্রাবিড় সৈকত
জন্ম
মোহাম্মদ ফখর উদ্দিন

(1981-01-04) জানুয়ারি ৪, ১৯৮১ (বয়স ৪৩)
জাতীয়তাবাংলাদেশি
নাগরিকত্ববাংলাদেশ
পেশাকবি, চিত্রশিল্পী, শিক্ষক
কর্মজীবন

দ্রাবিড় সৈকত (জন্ম ০৪ জানুয়ারি ১৯৮১, ২০ পৌষ ১৩৮৭ বঙ্গাব্দ), পৈত্রিক নাম মোহাম্মদ ফখর উদ্দিন সৈকত।যিনি বাংলাদেশের শিল্প ও সাহিত্য জগতে দ্রাবিড় সৈকত নামে পরিচিত, একজন বাংলাদেশী কবি এবং চিত্রশিল্পী।

শিক্ষাজীবন

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে অংকন ও চিত্রায়ন বিভাগ থেকে বি.এফ.এ এবং এম.এফ.এ সম্পন্ন করেছেন।

কর্মজীবন

সহযোগী অধ্যাপক, চারুকলা বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

প্রকাশিত গ্রন্থ

কাব্যগ্রন্থ

  • বয়াংসি চরকায় লাঙল কাব্য
  • কদাচিৎ কুত্রাপি
  • বিকস্বর কুত্রাপি


প্রবন্ধ ও গবেষণাগ্রন্থ

◑ ফ্রয়েডিয় লিবিডো তত্ত্ব এবং তান্ত্রিক দেহাত্মবাদ : সমীক্ষণ ও তুলনামূলক বিচার

◑ বাঙলার চিত্রকলা : ইতিহাসের বিভ্রান্তি এবং মনন-মনীষায় ইউরোপমুখিতার মর্মভেদ

◑ বঙ্গীয় শিল্পকলা : দেহতত্ত্বের দার্শনিক উত্তরাধিকার

একক চিত্র প্রদর্শনী

  • বাংলাদেশ:স্বার্থান্বেষী মানুষের মায়াবী মিছিল
  • প্রাকৃত সত্ত্বায় রৌদ্র প্রসূন
  • অর্বাচীন পৃথিবীর বহুপ্রজ মন
  • জনজঙ্গলে অভিযোজন

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

  1. "ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার-২০১১ প্রদান"। বিজনেসটাইমস টোয়েন্টিফোর ডটকম। 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!