দ্য সার্কাস ১৯২৮ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন নির্বাক হাস্যরসাত্মক চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন চার্লি চ্যাপলিন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন চার্লি চ্যাপলিন, অ্যাল আর্নেস্ট গার্সিয়া, মার্না কেনেডি, হ্যারি ক্রোকার ও হেনরি বার্গম্যান। একটি উন্নততর সার্কাসের রিংমাস্টার সঙ হিসেবে দ্য ট্রাম্পকে তার দলে নেন, কিন্তু তিনি পরে আবিষ্কার করেন সে শুধুমাত্র অনিচ্ছাকৃতভাবেই হাস্যকর কাজ করতে পারে, কোন গুরুত্বপূর্ণ কাজে নয়।
এই চলচ্চিত্র নির্মাণ ছিল চ্যাপলিনের কর্মজীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা। এই সময়ে বেশ কিছু সমস্যা দেখা দেয়, যার কারণে নির্মাণ দেরি হতে থাকে। স্টুডিওতে আগুন লাগা, চ্যাপলিনের মায়ের মৃত্যু, তাঁর দ্বিতীয় স্ত্রী লিটা গ্রের সঙ্গে বিবাহ বিচ্ছেদ, এবং অভ্যন্তরীণ রাজস্ব সেবার কর ফাঁকি দেওয়ার মামলা, এই সমস্যাগুলোর জন্য নির্মাণে আটমাস সময় লেগে যায়।[১] চলচ্চিত্রটি নির্বাক চলচ্চিত্রের ইতিহাসে সপ্তম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের স্থান দখল করে।[২]
দ্য সার্কাস চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয় নিউ ইয়র্ক সিটির মার্ক স্ট্র্যান্ড থিয়েটারে ১৯২৮ সালের ৬ জানুয়ারি,[৩] এবং লস অ্যাঞ্জেলেসের গ্রম্যান্স চাইনিজ থিয়েটারে ২৭ জানুয়ারি।[৪] এটি সবাক চলচ্চিত্র যুগের শুরুতে মুক্তি পায়।[৫] এই ছবি মুক্তির মাত্র একমাস পূর্বে প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র দ্য জ্যাজ সিঙ্গার মুক্তি পায়।
চ্যাপলিন ১৯৬৭ সালে এই চলচ্চিত্রে নতুন করে সুরারোপ করেন, এবং নতুন সংস্করণটি ১৯৬৮ সালে কপিরাইট করে ১৯৬৯ সালে পুনঃমুক্তি দেওয়া হয়।
পুরস্কার
চার্লি চ্যাপলিন এই চলচ্চিত্রের জন্য চারটি বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন, কিন্তু একাডেমি তাকে ১ম একাডেমি পুরস্কারে "দ্য সার্কাস চলচ্চিত্রটি রচনা, এতে অভিনয়, পরিচালনা ও প্রযোজনার জন্য" বিশেষ পুরস্কার প্রদান করে।[৬][৭] একাডেমি তাদের দাপ্তরিক মনোনয়নের তালিকায় চ্যাপলিনের নাম অন্তর্ভুক্ত করে না, যদিও বেশিরভাগ অনানুষ্ঠানিক তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়ে থাকে।
↑Pierce, David, সম্পাদক (জুন ২১, ১৯৩২)। "Biggest Money Picture"। ভ্যারাইটি। পৃষ্ঠা 1। জুলাই ৮, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৯, ২০১৭।
↑Crafton, Donald (১৯৯৯)। "The Uncertainty of Sound"। The Talkies: American Cinema's Transition to Sound, 1926-1931। 4। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া প্রেস। পৃষ্ঠা 17। আইএসবিএন0-520-22128-1।