দ্য লাইন সৌদি আরবের তাবুক প্রদেশের নিওমে অবস্থিত নির্মাণাধীন, যানবাহনবিহীন, শূন্য কার্বন নিঃসরণকারী একটি রৈখিক আকৃতির স্মার্ট শহর।[১][২] ১৭০ কিলোমিটার (১১০ মেইল) দৈর্ঘ্যের শহরটি সৌদি আরবের সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্যে নির্মিত হচ্ছে। সৌদি সরকারের দাবি মতে, প্রকল্পটি সম্পন্ন হলে এটি প্রায় ৪ লক্ষ ৬০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। পাশাপাশি এটি দেশটির জিডিপিতে আনুমানিক $৪৮ বিলিয়ন যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। এটি নিওম শহরের $৫০০ বিলিয়ন প্রকল্পের সর্বপ্রথম সম্পাদিত কাজ হতে যাচ্ছে।[৩] পরিকল্পনা অনুযায়ী এই শহরের মোট জনসংখ্যা হবে ৯০ লক্ষ, যা সৌদি আরবের মোট জনসংখ্যার (৩.৫ কোটি) ২৫%।[৪] ২০২২ সালের অক্টোবর মাস থেকে পুরো প্রকল্পের দৈর্ঘ্য বরাবর খনন কাজ আরম্ভ হয়েছে।[৫][৬]
দ্য লাইন-এর কাজ শুরু হওয়ার পর থেকে এটি বিভিন্ন ধরনের সমালোচনার সম্মুখীন হচ্ছে। পরিবেশ বাদীদের মতে, এটি বাস্তবায়িত হলে তা এর আশেপাশের প্রাকৃতিক পরিবেশের উপরে বিরুপ প্রভাব ফেলবে।[৮][৯]
তথ্যসূত্র