দ্য মহাভারত (ইংরেজি: The Mahabharata) হল ভারতীয় লেখক আর. কে. নারায়ণের লেখা একটি পুরাণভিত্তিক গ্রন্থ। এই গ্রন্থটি মহাভারত নামক হিন্দু মহাকাব্যের সংক্ষেপিত গদ্যানুবাদ।[১] ১৯৭৮ সালে লন্ডনের হেইনিম্যান থেকে এটি প্রথম প্রকাশিত হয়।[২] আর. কে. নারায়ণ হিন্দু পুরাণের উপাখ্যানগুলি পুনর্কথনের যে উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগের তৃতীয় গ্রন্থ এটি। উল্লেখ্য, প্রথম দুটি গ্রন্থ ছিল গডস্, ডেমনস্ অ্যান্ড আদার্স ও দ্য রামায়ণ। ১৯৯৫ সালে এই তিনটি গ্রন্থকে একত্রে দি ইন্ডিয়ান এপিকস রিটোল্ড শিরোনামে প্রকাশিত হয়।[৩]
তথ্যসূত্র
|
---|
উপন্যাস | |
---|
রচনা সংকলন | |
---|
গদ্যসাহিত্য | |
---|
পৌরাণিক উপাখ্যান | |
---|
চিত্রায়ন | |
---|
সম্পর্কিত নিবন্ধ | |
---|