দ্য নিউ সেন্টস ফুটবল ক্লাব

দ্য নিউ সেন্টস
পূর্ণ নামদ্য নিউ সেন্টস অভ ওসওয়েস্ট্রি টাউন অ্যান্ড লান্সান্টফ্রেইড ফুটবল ক্লাব
ডাকনামদ্য সেন্টস, টিএনএস
সংক্ষিপ্ত নামTNS (টিএনএস)
প্রতিষ্ঠিত১৯৫৯; ৬৫ বছর আগে (1959)
মাঠপার্ক হল
ধারণক্ষমতা২,০৩৪
সভাপতিওয়েলস মাইক হ্যারিস
ম্যানেজারইংল্যান্ড ক্রেইগ হ্যারিসন
লিগকেমরে প্রিমিয়ার
২০২২–২৩১ম (চ্যাম্পিয়ন)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

দ্য নিউ সেন্টস অভ ওসওয়েস্ট্রি টাউন অ্যান্ড লান্সান্টফ্রেইড ফুটবল ক্লাব (ওয়েলশ: Clwb Pêl-droed y Seintiau Newydd, ইংরেজি: The New Saints of Oswestry Town & Llansantffraid Football Club; এছাড়াও দ্য নিউ সেন্টস এফসি, টিএনএস অথবা শুধুমাত্র দ্য নিউ সেন্টস নামে পরিচিত) হচ্ছে শ্রপশার ভিত্তিক ওয়েলসের একটি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ওয়েলসের শীর্ষ স্তরের ফুটবল লিগ কেমরে প্রিমিয়ারে খেলে। এই ক্লাবটি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। দ্য নিউ সেন্টস তাদের সকল হোম ম্যাচ শ্রপশারের পার্ক হলে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২,০৩৪।[] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ক্রেইগ হ্যারিসন এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মাইক হ্যারিস। বর্তমানে ওয়েলশ রক্ষণভাগের খেলোয়াড় ক্রিস ম্যারিয়ট এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ঘরোয়া ফুটবলে, দ্য নিউ সেন্টস এপর্যন্ত ৪০টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১৫টি কেমরে প্রিমিয়ার, ৯টি ওয়েলশ কাপ এবং ৯টি ওয়েলশ লিগ কাপ শিরোপা রয়েছে।

অর্জন

চ্যাম্পিয়ন (১৩; রেকর্ড): ১৯৯৯–২০০০, ২০০৪–০৫, ২০০৫–০৬, ২০০৬–০৭, ২০০৯–১০, ২০১১–১২, ২০১২–১৩, ২০১৩–১৪, ২০১৪–১৫, ২০১৫–১৬, ২০১৬–১৭, ২০১৭–১৮, ২০১৮–১৯
চ্যাম্পিয়ন (৭): ১৯৯৫–৯৬, ২০০৪–০৫, ২০১১–১২,[] ২০১৩–১৪, ২০১৪–১৫, ২০১৫–১৬, ২০১৮–১৯
চ্যাম্পিয়ন (৯): ১৯৯৪–৯৫, ২০০৫–০৬, ২০০৮–০৯, ২০০৯–১০, ২০১০–১১, ২০১৪–১৫, ২০১৫–১৬, ২০১৬–১৭, ২০১৭–১৮

তথ্যসূত্র

  1. "Park Hall, Oswestry"। The New Saints of Oswestry Town F.C। ২৭ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০০৭ 
  2. "Welsh Cup final: Cefn Druids 0–2 The New Saints"। BBC। ৫ মে ২০১২। সংগ্রহের তারিখ ৫ মে ২০১২ 

বহিঃসংযোগ

টেমপ্লেট:দ্য নিউ সেন্টস ফুটবল ক্লাব

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!