দ্য টেমপেস্ট

দ্য টেমপেস্ট-এর ১ম অঙ্কের ১ম দৃশ্যের জাহাজডুবির চিত্র। ১৭৯৭ সালে ইংরেজ চিত্রশিল্পী জর্জ রমনির আঁকা চিত্র।
The Tempest (1908)

দ্য টেমপেস্ট ([The Tempest — উচ্চারণ: দা টেম্‌পেস্ট] ত্রুটি: {{Lang-xx}}: text has italic markup (সাহায্য)) হচ্ছে ইংরেজ নাট্যকার উইলিয়াম শেকসপিয়রের রচিত একটি নাটক। ১৬১০ থেকে ১৬১১ সালের দিকে এটি রচিত হয়েছিলো বলে জানা যায়,[] যদিও কিছু গবেষকের মতে রচনার সালটি এরও আগে। ধরা হয় এটি একা শেকসপিয়র রচিত সর্ব শেষ রচনা গুলোর মধ্যে একটি। [] নাটকের প্রথম দৃশ্যে দেখা যায় সমুদ্রে ঝড়ের মধ্যে একটি জাহাজ, আর নাটকের বাকি অংশ অনুষ্ঠিত হয় দূরবর্তী একটি দ্বীপে, যেখানে থাকে জাদুকর প্রসপ্যারো, এক জটিল ও অস্বীকৃত চরিত্র, তার কন্যা মিরান্ডা, আর তার দুইজন ভৃত্য : কেলিবান, একজন নৃশংস দৈত্যাকার আকৃতি ও এরিয়েল, যে বাতাসের প্রেতাত্মা। নাটকটির মাঝের সুর ও গান সেই দ্বীপের মায়াজাল কে জাগিয়ে তোলে। মিলানের ডিউক প্রসপ্যারো, তার বিশ্বাসঘাতক ভাই অ্যান্টনিওর দ্বারা সিংহাসনচ্যুত হয়। আর এ কাজে অ্যান্টনিওকে সাহায্য করে নেপল্‌সের রাজা আলোন্সো। প্রসপ্যারো তার কন্যা মিরান্ডাকে নিয়ে একছি ছোট নৌকায় করে চলে যেতে বাধ্য হয়, এবং মানবসভ্যতা থেকে দূরে এক ছোট দ্বীপে আশ্রয় নেয়। দ্বীপে প্রসপ্যারো যে দুজন অধিবাসীকে খুঁজে পায় তারা হচ্ছে একটি সৎ আত্মা এরিয়েলক্যালিবান। সেই দ্বীপে আগে সাইকোরাক্স নামের এক ডাইনি বাস করতো, যে প্রসপ্যারোর দ্বীপে আসার পূর্বেই মারা যায়। সে এরিয়েলকে একটি গাছের ভেতর বন্দী করে রেখেছিলো। প্রসপ্যারো এসে এরিয়েলকে মুক্ত করে, আর এজন্য এরিয়েল প্রসপ্যারোর অনুগত ভৃত্যে পরিণত হয়। পরবর্তী ১২ বছর ধরে প্রসপ্যারো জাদুবিদ্যা অনুশীলন করে, এবং শেষ পর্যন্ত ঝড়ের মাধ্যমে অ্যান্টোনিও, আলোন্সোকে দ্বীপের উপকূলে এনে জড়ো করে। সম্পূর্ণ নাটকটিই ঐ দ্বীপকে কেন্দ্র করে পরিচালিত হয়, যেখানে এরিয়েল ও ক্যালিবান প্রসপ্যারোর কাজ বাস্তবায়নে সহায়তা।

সমালোচকদের মতে এই গল্পের প্রস্প্যারো লেখক শেক্সপীয়ার এর প্রতীকী চরিত্র, যেখানে প্রস্প্যারোর যাদুবিদ্যার সাথে বিচ্ছেদ শেক্সপিয়ারের মঞ্চ জীবনের অধ্যায়ের পরিসমাপ্তি নির্দেশ করে।

চরিত্রসমূহ

•প্রস্প্যারো- মিলানের ন্যায়সঙ্গত ডিউক •মিরান্ডা - প্রস্প্যারোর কন্যা

তথ্যসূত্র

টীকা

  1. Vaughan and Vaughan (1999: 1).
  2. Hunter; Elze (1874); Stritmatter and Kositsky (2007).

মাধ্যমিক সূত্র

আরো পড়ুন

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!