২০১২ সালে উত্তর আমেরিকা জরাথুস্ট্র সংগঠনের পাক্ষিক সাময়িকী বিশ্বব্যাপী জরাথুস্ট্র জনগোষ্ঠীর লোকসংখ্যাত পরিসংখ্যান প্রকাশ করে।[১] এই হিসাব অনুসারে বিশ্বে ১,১১,৬৯১-১,২১,৬৯২ জন জরাথুস্ট্র ধর্মাবলম্বী বাস করে।[১] এদের প্রায় অর্ধেকই বাস করে ভারত ও ইরানে।
ইরাকি কুর্দিস্তানের জরাথুস্ট্র ধর্মাবলম্বীরা দাবি করেন যে ঐ অঞ্চলের অনেক ব্যক্তি সম্প্রতি জরাথুস্ট্র ধর্ম গ্রহণ করেছে।[২] কিন্তু, স্বাধীন সূত্রে এই কথার সত্যতা যাচাই করা সম্ভব হয় নি।[৩] ইরাকে লক্ষাধিক ইয়াজিদি, শাবাজি ও ইয়ারসানিদের ধর্মে প্রাক ইসলামি ধর্মগুলোর ও জরাথুস্ট্র ধর্মের প্রভাব বিদ্যমান। জরাথুস্ট্র ধর্মের সাথে এসব ধর্মের সাদৃশ্য বিদ্যমান বলে কখনো কখনো গবেষণা কর্মে ও জনসংখ্যা বিষয়ক গবেষণায় এদের জরাথুস্ট্র ধর্মের আওতাধীন হিসেবে ধরা হয়ে থাকে।