জামা মসজিদ হল ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার শহরের দেলানিপুর অঞ্চলে অবস্থিত একটি মসজিদ। এই মসজিদটি দেলানিপুর মসজিদ নামেও পরিচিত।[১]
এই মসজিদে স্থানীয় মুসলমান সম্প্রদায় ইদুলফিতর ও ইদুজ্জোহা মহাসমারোহে উদ্যাপন করে। প্রতিদিন মসজিদে প্রার্থনার আয়োজন করা হয়।[২]
তথ্যসূত্র