দেবেন্দ্রনাথ ঘোষ

দেবেন্দ্রনাথ ঘোষ
জন্ম(১৮৯০-০৪-২২)২২ এপ্রিল ১৮৯০
মৃত্যু১১ জানুয়ারি ১৯৯৯(1999-01-11) (বয়স ১০৮)
পেশারাজনীতিবিদ

দেবেন্দ্রনাথ ঘোষ (২২ এপ্রিল ১৮৯০ – ১১ জানুয়ারি ১৯৯৯) বাংলাদেশের বরিশাল জেলার একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯৫৪ সালে পূর্ব বাংলা আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[]

জীবনী

দেবেন্দ্র নাথ ঘোষ ১৮৯০ সালের ২২ এপ্রিল বরিশালে জন্মগ্রহণ করেছিলেন।[][] তার পিতার নাম নিবারণ ঘোষ ও মায়ের নাম রাজলক্ষ্মী ঘোষ। তিনি ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন।[] ১৯৫৪ সালে তিনি পূর্ব বাংলা আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল। তিনি ব্রিটিশ ও পাকিস্তান আমল ও তদপরবর্তী সময়ে প্রতিবাদের জন্য মোট ২৭ বছর জেল খেটেছিলেন।[]তিনি বরিশালের বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের পুরোধা সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের (পরবর্তীতে স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী নামে পরিচিত) সহযোগী ছিলেন। বরিশালে 'শঙ্কর মঠ' গড়ে তোলা এবং ব্রিটিশ-বিরোধী কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে তাঁকে বিশেষ সাহায্য করেন তিনি। []


দেবেন্দ্রনাথ ঘোষ ১৯৯৯ সালের ১১ জানুয়ারি বরিশালে নিজ বাসভবনে ১০৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[][]

তথ্যসূত্র

  1. "Biplobi Debendra Nath Ghosh's death anniversary today"The Daily Observer। ১০ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "অগ্নিযুগের বিপ্লবী দেবেন্দ্রনাথ ঘোষের মৃত্যুবার্ষিকী আগামীকাল"জনকণ্ঠ। ১০ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২০ 
  3. "19th death anniversary of Debendra Nath observed"The Asian Age। ১৪ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২০ 
  4. "Debendra Nath's death anniversary observed"দ্য ডেইলি স্টার। ১২ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২০ 
  5. "ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পীঠস্থান বরিশালের শঙ্কর মঠ"। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৫ 
  6. "বিপ্লবী দেবেন্দ্রনাথ ঘোষের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ"সমকাল। ১১ জানুয়ারি ২০১৫। ২৫ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২০ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!