দেবেন্দ্র মহাদেবরাও ভুয়ার |
---|
|
|
কাজের মেয়াদ ২৪ অক্টোবর ২০১৯ – বর্তমান |
পূর্বসূরী | অনিল সুখদেবরাও বোন্দে |
---|
নির্বাচনী এলাকা | মোরশি |
---|
|
|
রাজনৈতিক দল | স্বাভিমানী পক্ষ |
---|
দেবেন্দ্র মহাদেবরাও ভুয়ার হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি স্বাভিমানী পক্ষের রাজনীতির সাথে যুক্ত। তিনি মহারাষ্ট্র বিধানসভার একজন সদস্য।
রাজনৈতিক জীবন
২০১৯ সালে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দেবেন্দ্র মহাদেবরাও ভুয়ার মোরশি বিধানসভা কেন্দ্র থেকে মহারাষ্ট্র বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হন।[১][২][৩] তিনি বাদে স্বাভিমানী পক্ষের সব প্রার্থী নির্বাচনে পরাজিত হন।
তথ্যসূত্র