দুগলাস আন্দ্রে লোপেস আরায়া (জন্ম: ২১ সেপ্টেম্বর ১৯৯৮) হলেন একজন কোস্টারিকান পেশাদার ফুটবলার। তিনি কোস্টারিকান ফুটবলের শীর্ষ বিভাগ লিগা এফপিডির ক্লাব স্পোর্ট হেরেদিয়ানো ও কোস্টারিকা জাতীয় ফুটবল দলের হয়ে খেলেন।
কর্মজীবন
২২ জুলাই, ২০১৮-এ সান্তোস ডি গুয়াপিলেসনের হয়ে লোপেসের অভিষেক ঘটে; বিপক্ষ দল হিসেবে ছিলো দেপোর্তিভো সাপ্রিসা। [২] ৫ সেপ্টেম্বর ২০১৮-এ তিনি মিউনিসিপ্যাল ডি পেরেজ জেলেডনের বিপক্ষে পেশাদার ক্যারিয়ারে তার প্রথম গোল করেন। [৩] ২০২১ এর অক্টোবরে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিলো যে, তিনি সিএস হেরেডিয়ানোতে যোগ দিতে সম্মত হয়েছেন। [৪] অবশেষে ২০২২ সালের জুনে লোপেস আনুষ্ঠানিকভাবে সান্তোস ডি গুয়াপিলেস থেকে সিএস হেরেডিয়ানোতে যোগ দেন; ২০২৫ সাল পর্যন্ত তাদের মধ্যকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়। [৫]
আন্তর্জাতিক ক্যারিয়ার
৩০ মার্চ, ২০২২-এ লোপেসের আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটে। সে ম্যাচে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ বাইশ মিনিট খেলেন। উল্লখ্য, কোস্টা রিকা সে ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২–০ গোলে পরাজিত করে। [৬] ২০২২ ফিফা বিশ্বকাপে কোস্টারিকা জাতীয় ফুটবল দলকে প্রতিনিধিত্ব করার জন্য লোপেসকে মনোনীত করা হয়েছে। [৭]
তথ্যসূত্র
বহিঃসংযোগ