দীপ্তায়ন ঘোষ

দীপ্তায়ন ঘোষ
দেশ ভারত
জন্ম (1998-08-10) ১০ আগস্ট ১৯৯৮ (বয়স ২৬)
কলকাতা, পশ্চিমবঙ্গ,ভারত[]
খেতাবগ্র্যান্ডমাস্টার (২০১৬)
ফিদে রেটিং২৫৬৮ (জুলাই ২০২৪)

দীপ্তায়ন ঘোষ (জন্ম: ১০ই আগস্ট ১৯৮৮) একজন ভারতীয় বাঙালি দাবা খেলোয়াড় ও গ্র্যান্ডমাস্টার। তিনি কলকাতার সাউথ পয়েন্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০১৬ সালের মার্চ মাসে ভিয়েতনামের হো চি মিন সিটিতে এইচডিব্যাঙ্ক আন্তর্জাতিক দাবা ওপেন টুর্নামেন্টে শিরোপার জন্য প্রয়োজনীয় তৃতীয় এবং চূড়ান্ত নর্ম অর্জনের পরে ১৭ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার শিরোপা অর্জন করেন []

ঘোষ ২০০৮ সালে অনূর্ধ্ব-১০ বিভাগে এশিয়ান যুব দাবা চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন [] ; ২০০৯ সালে অনূর্ধ্ব -১২ বিভাগে। [][] এবং ২০১৪ সালের বিশ্ব যুব অনূর্ধ্ব -১৬ দাবা অলিম্পিয়াডে স্বর্ণপদক বিজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন []

তথ্যসূত্র

  1. IM title application. FIDE.
  2. Priyadarshan Banjan। "HD Bank 2016: Diptayan pulls it through"। ChessBase India। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬ 
  3. Akbarinia, Arash (২০০৮-০৭-২৬)। "Asian Youth Championship – a story told in pictures"Chess News। ChessBase। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৮ 
  4. "Asian Youth Championships – a clean sweep by India"Chess News। ChessBase। ২০০৯-০৮-১৯। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৮ 
  5. "India Wins World Youth U-16 Chess Olympiad 2013"Chessdom। ২০১৩-০৭-৩০। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৮ 
  6. "India clinch gold in World Youth Under-16 Chess Olympiad"Firstpost। ২০১৪-১২-২২। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৮ 

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!