দিয়েগো জারা রোদ্রিগেস (পর্তুগিজ: Diego; জন্ম: ২১ সেপ্টেম্বর ১৯৯৫; দিয়েগো নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব সাগান তোসুর হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
প্রারম্ভিক জীবন
দিয়েগো জারা রোদ্রিগেস ১৯৯৫ সালের ২১শে সেপ্টেম্বর তারিখে ব্রাজিলের মাতো গ্রোসো দো সুলের কোরুম্বায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
তথ্যসূত্র
বহিঃসংযোগ