প্রকল্পটির ২০০৯ সাল থেকে পরিকল্পনা পর্যায়ে ছিল।[৩] নাখিলের ওয়েবসাইটটিতে "ভবিষ্যৎ প্রকল্প" হিসাবে ইউনিভার্সকে তালিকাভুক্ত করেছিল,[৫] কিন্তু ১১ই এপ্রিল ২০১৫ সালে এটি সরানো হয়েছে।
↑ কখসোনা নাম্বিয়ার (২০০৯-০৫-১১)। "Nakheel confirms receiving funds"। আমিরাত ব্যবসায়িক ২৪/৭। ২০০৯-০৫-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-০১।