দানিয়েল লাহুদ|
পূর্ণ নাম |
দানিয়েল লাহুদ মার্তিনেস |
---|
জন্ম |
(1999-01-22) ২২ জানুয়ারি ১৯৯৯ (বয়স ২৫)[১] |
---|
জন্ম স্থান |
ভেরাক্রুস, মেক্সিকো |
---|
উচ্চতা |
১.৭১ মিটার (৫ ফুট ৭+১⁄২ ইঞ্চি)[১] |
---|
মাঠে অবস্থান |
মধ্যমাঠের খেলোয়াড় |
---|
|
বর্তমান দল |
আতলান্তে |
---|
জার্সি নম্বর |
১১ |
---|
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:০৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
দানিয়েল লাহুদ মার্তিনেস (আরবি: دانيال لحود مارتينيز, ইংরেজি: Daniel Lajud; জন্ম: ২২ জানুয়ারি ১৯৯৯; দানিয়েল লাহুদ নামে সুপরিচিত) হলেন একজন মেক্সিকীয়–লেবানীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মেক্সিকীয় ক্লাব আতলান্তে এবং লেবানন জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
লাহুদ ২০২২ সালে লেবাননের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; লেবাননের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
দানিয়েল লাহুদ মার্তিনেস ১৯৯৯ সালের ২২শে জানুয়ারি তারিখে মেক্সিকোর ভেরাক্রুসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
লাহুদ কাতারে অনুষ্ঠিত ২০২৩ এএফসি এশিয়ান কাপের জন্য ঘোষিত লেবাননের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছিলেন,[১][২] যেখানে তিনি এক ম্যাচে অংশগ্রহণ করেছেন।[৩]
পরিসংখ্যান
আন্তর্জাতিক
- ১৩ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল |
সাল |
ম্যাচ |
গোল
|
লেবানন |
২০২২ |
২ |
০
|
২০২৩ |
৩ |
০
|
২০২৪ |
১ |
০
|
সর্বমোট |
৬ |
০
|
তথ্যসূত্র
বহিঃসংযোগ