দাদাঠাকুর চলচ্চিত্রের পোস্টার
পরিচালক সুধীর মুখোপাধ্যায় প্রযোজক শ্যামলাল জালান চিত্রনাট্যকার নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় কাহিনিকার নলিনীকান্ত সরকার শ্রেষ্ঠাংশে সুরকার হেমন্ত মুখোপাধ্যায় চিত্রগ্রাহক বিভূতি চক্রবর্তী সম্পাদক বৈদ্যনাথ চট্টোপাধ্যায় প্রযোজনা কোম্পানি জালান প্রডাকশনস্
পরিবেশক জালান ফিল্ম ডিস্ট্রিবিউটর্স মুক্তি
৯ নভেম্বর ১৯৬২ (1962-11-09 )
স্থিতিকাল ১৫৩ মিনিট দেশ ভারত ভাষা বাংলা
দাদাঠাকুর সুধীর মুখোপাধ্যায় পরিচালিত ১৯৬২ সালের বাংলা ভাষার ভারতীয় জীবনীমূলক নাট্য চলচ্চিত্র।[ ১] এটি দাদাঠাকুর নামে সুপরিচিত প্রকাশক, সম্পাদক ও ব্যঙ্গকার শরচ্চন্দ্র পণ্ডিতের জীবনী অবলম্বনে নির্মিত। এতে নাম ভূমিকায় অভিনয় করেন ছবি বিশ্বাস ।[ ২] এটি ১৯৬২ সালের ১১ই সেপ্টেম্বর মুক্তি পায়।[ ৩] চলচ্চিত্রটি ১০ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এটি শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়।[ ৪] ও ২৬তম বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কারে ৪র্থ শ্রেষ্ঠ ভারতীয় চলচ্চিত্র -সহ দুটি বিভাগে পুরস্কার অর্জন করে।[ ৫]
অভিনয়শিল্পীদল
সঙ্গীত
চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন হেমন্ত মুখার্জি । গীত রচনা করেছেন শরচ্চন্দ্র পণ্ডিত (দাদাঠাকুর) ও গৌরীপ্রসন্ন মজুমদার । "দুর্গম গিরি" গানটির গীত রচনা ও সুর করেছেন কাজী নজরুল ইসলাম । গানে কণ্ঠ দিয়েছেন হেমন্ত মুখার্জি, প্রতিমা ব্যানার্জি , ও দেবব্রত বিশ্বাস ।[ ৩]
মুক্তি ও প্রতিক্রিয়া
চলচ্চিত্রটি ১৯৬২ সালে মুক্তির পর ব্যবসাসফল ও সমাদৃত হয়। দাদাঠাকুর চরিত্রে ছবি বিশ্বাসের অভিনয় প্রশংসিত হয় এবং এমনকি শরচ্চন্দ্র পণ্ডিত নিজেও তার অভিনয়ের প্রশংসা করেন।[ ৬]
পুরস্কার
সংরক্ষণ
চলচ্চিত্রটি ভারতের রাষ্ট্রীয় ফিল্ম সংগ্রহালয়ে সংরক্ষণ ও ডিজিটালাইজড করা হয়েছে।[ ৮]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
১৯৫৩–১৯৬০ ১৯৭৬–২০০০ ২০০১-বর্তমান