দহনা ই ঘুরি জেলা (জ: ৮৬,৪০০)[২] আফগানিস্তানের বাগলান প্রদেশের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত একটি জেলা। জেলাটির রাজধানী শহর হচ্ছে দহনা ই ঘুরি।[৩] (এছাড়াও: দাহেনহ-ইয়ে গাউরি, দহনা গরি, দহনা ঘোরি, দহনেহ-ই ঘৌরি) নামেও পরিচিত। ২০০৪ সালের আদমশুমারী অনুযায়ী, এখানকার জনসংখ্যা প্রায় ৩,৪০০ জন লোক বসবাস করে থাকে। প্রাথমিকভাবে এটি রাস্তার সাথে সংযোগ সৃষ্টি করে বাগলান ও পুলি খুমিরের সাথে গিয়ে মিলিত হয়েছে।[৩]
জেলা পরিলেখ:[২]
- গ্রাম: ১০৫
- স্কুল: ১৮ প্রাইমারী, ৭ মাধ্যমিক এবং ১১টি উচ্চ মাধ্যমিক
- স্বাস্থ্য সেবা কেন্দ্র: ২টি প্রধান, ১টি ব্যাপক
তথ্যসূত্র
বহিঃসংযোগ