দক্ষিণ হল্যান্ড (ওলন্দাজ: Zuid-Holland[ˌzœytˈɦɔlɑnt](শুনুনⓘ)) নেদারল্যান্ডের একটি প্রদেশ। ২০১৫ সালের আগ পর্যন্ত প্রদেশটির জনসংখ্যা ছিল ৩.৬ মিলিয়ন।[৪] এর জনসংখ্যা ঘনত্ব ছিল প্রায় ১,৩০০/কিমি২ (৩,৪০০/বর্গমাইল)।[৫] অধিক জনসংখ্যার কারণে প্রদেশটি নেদারল্যান্ডের সবচেয়ে জনবহুল এলাকা এবং বিশ্বের অত্যধিক জনসংখ্যা ঘনত্বের এলাকাগুলোর মধ্যে অন্যতম। এটি উত্তর সাগরের তীরে অবস্থিত। এর আয়তন ৩,৪০৩ কিমি২ (১,৩১৪ মা২), এর মধ্যে জলভাগের আয়তন ৫৮৫ কিমি২ (২২৬ মা২)। এর উত্তরে রয়েছে উত্তরে উত্তর হল্যান্ড, পূর্বে উটরেচ ও গেলডারল্যান্ড এবং দক্ষিণে উত্তর ব্রাবান্ট ও জীল্যান্ড অবস্থিত। প্রদেশটির রাজধানী হেগ এবং সবচেয়ে বড় শহরের নাম রোটারডাম।