দক্ষিণ পশ্চিম গারো পাহাড় জেলা (ইংরেজি: South West Garo Hills district)[১] হচ্ছে ভারতের উত্তরপূর্ব দিকের প্রদেশ মেঘালয়ের১১টি জেলার মধ্যে একটি জেলা। আমপাতি হচ্ছে এই জেলার জেলা সদরদপ্তর।[২]
জনসংখ্যা
২০১১ সালের শুমারি অনুসারে দক্ষিণ পশ্চিম গারো পাহাড় জেলার মোট জনসংখ্যা ১,৭২,৪৯৫ জন। এদের মধ্যে ৮৭,১৩৫ জন পুরুষ এবং ৮৫,৩৬০ জন নারী।[৩]
নদনদী
দক্ষিণ পশ্চিম খাসি পাহাড় জেলায় রয়েছে জালুখালি নদী।